পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

11 ডিসেম্বর আসছে ইন্দু - কিয়ারা আদবানীর খবর

'ইন্দু কি জওয়ানি' নিয়ে যাবতীয় কৌতুহলের অবসান হল । OTT নয়, সিনেমা হলেই মুক্তি পাবে 'ইন্দু কি জওয়ানি' । তারিখ ? 11 ডিসেম্বর 2020 ।

Kiara Advani in Indoo ki jawani
Kiara Advani in Indoo ki jawani

By

Published : Nov 21, 2020, 5:53 PM IST

মুম্বই : 'কবীর সিং'-এর পর কিয়ারা আদবানীর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে । একদিকে নরম সরল চরিত্রেও তাঁকে যেমন মানায়, অন্যদিকে দুষ্টু-মিষ্টি চরিত্রেও তিনি মিশে যান অবলীলায় । কিয়ারার 'ইন্দু কি জওয়ানি' নিয়ে তাই উত্তেজনার শেষ নেই দর্শকের ।

অনেকেই ধরে নিয়েছিলেন যে, OTT-তে মুক্তি পাবে আবির সেনগুপ্ত পরিচালিত এই ছবি । তবে সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে জানানো হয়েছে যে, 11 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'ইন্দু কি জওয়ানি' ।

কিয়ারা নিজে সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন । ফ্যানেদের সঙ্গে তিনিও সমানভাবে উত্তেজিত বিষয়টি নিয়ে । 'যুগ যুগ জিও'-র শুটিংয়ে চণ্ডীগড়ে ব্যস্ত থাকলেও পোস্ট করতে ভোলেননি কিয়ারা । দেখে নিন...

বলিউডে নারীকেন্দ্রিক ছবির রমরমা এখন । বিদ্যা বালান, কঙ্গনা রানাওয়াত, তাপসী পান্নু, ভূমি পেদনেকরের মতো অভিনেত্রীর পর এবার কিয়ারা আদবানীও একটা গোটা ছবির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন । হিরোর প্রয়োজন নেই, হিরোইনই যথেষ্ট..

ABOUT THE AUTHOR

...view details