মুম্বই : কোরোনা আতঙ্কের জেরে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয় সব ধরনের শুটিং । ব্যাঙ্কিং না থাকায় দেখা যাচ্ছে না ধারাবাহিকগুলির নতুন কোনও এপিসোডও । এই অবস্থায় টেলিভিশনে আরও একবার ফিরে এসেছে পুরোনো ও জনপ্রিয় একাধিক ধারাবাহিক । তার মধ্যে রয়েছে 'রামায়ণ' ও 'মহাভারত'। টেলিভিশনে এগুলি ফিরে আসায় খুশি অনেকেই । খুশি হয়েছেন অভিনেতা মুকেশ খান্নাও । যদিও এরই মধ্যে 'রামায়ণ' নিয়ে পুরোনো স্মৃতি উসকে সোনাক্ষী সিনহাকে কটাক্ষও করেছেন তিনি ।
এক সময় ছোটো পরদায় চুটিয়ে কাজ করেছিলেন মুকেশ । 'মহাভারত' ধারাবাহিকে ভীষ্মর চরিত্রে অভিনয় করেন তিনি । সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এই ধারাবাহিকগুলি টেলিভিশনে ফিরে আসায় খুবই ভালো হয়েছে । সেই সময় যাঁরা এগুলি দেখতে পারেননি তাঁরা এখন দেখতে পাবেন । উপকারও হবে । সোনাক্ষী সিনহার মতো মানুষ যাঁরা পৌরাণিক গল্প সম্পর্কে খুব বেশি কিছু জানেন না তাঁদের এগুলি খুবই সাহায্য করবে । তাঁর মতো মানুষ যাঁরা জানেন না হনুমান কার জন্য সঞ্জিবনী এনেছিল ।" তিনি আরও বলেন, "সোশাল মিডিয়ায় বেশ কিছু ভিডিয়ো ঘোরাফেরা করছে । যেখানে কয়েকজন ছেলেকে জিজ্ঞাসা করা হয় কংস কার মামা । উত্তরে কেউ বলে দুর্যোধন । কেউ আবার অন্য উত্তর দেয় । পৌরাণিক গল্প সম্পর্কে তারা কিছুই জানে না ।"