মুম্বই : 'ডাব্বা চ্যালেঞ্জ' এখন বলিউডের একটা নতুন বিষয় । প্রায় প্রতিদিনই কোনও না কোনও তারকাকে এই চ্যালেঞ্জের জন্য মনোনীত করা হচ্ছে । সম্প্রতি ক্যাটরিনা কাইফকে মনোনীত করেন অক্ষয় কুমার । আর আজ সেই চ্যালেঞ্জ পূরণ করেন অভিনেত্রী । পাশাপাশি স্বাস্থ্যকর খাবারের পক্ষে সওয়ালও করেন তিনি ।
চ্যালেঞ্জের নাম 'হোয়াট ইজ় ইন ইয়োর ডাব্বা'। টিফিন বক্সে কী রয়েছে সেটাই তুলে ধরতে হবে তারকাদের । তিনদিন আগে এই চ্যালেঞ্জের জন্য ক্যাটরিনাকে মনোনীত করেন অক্ষয় । আজ নিজের ব্রেকফাস্টের ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা ।
ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে স্বাস্থ্যকর খাবার নিয়ে একটি বড় ক্যাপশনও লেখেন তিনি । ইডলি দিয়েই দিন শুরু করেন ক্যাটরিনা । আর তার সঙ্গে রাখেন তিন রকমের চাটনি । ক্যাপশনে লেখেন, "আমার মা সব সময় আমাকে হেলদি খাবার খেতে বলেন । আমি খুব সাধারণ খাবার খাওয়ার চেষ্টা করি । ভাত খেতে আমার ভয় করে না । তাই ইডলি আর চাটনির থেকে ভালো আর কী হতে পারে । মূলত তিনটে চাটনি বানাই আমি । একটা পালং শাকের, একটা বিট ও টমেটো দিয়ে আর একটা নারকেল দিয়ে তৈরি চাটনি ।"
শনিবার এই চ্যালেঞ্জের জন্য ক্যাটরিনা কাইফ, ভূমি পেডনেকর ও শেখর ধাওয়ানকে মনোনীত করেন অক্ষয় । মনোনয়নের তিনদিন পর চ্যালেঞ্জ পূরণ করেন ক্যাটরিনা ।
কাজের দিক থেকে এখন 'সূরিয়াবংশি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা । সেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । শেষবার 'ভারত' ছবিতে কাজ করেন তিনি । সেখানে সলমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ।