পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত কথক ডান্সার বীরু কৃষ্ণন, বি-টাউনের শ্রদ্ধা নিবেদন

গতকাল মুম্বইতে মারা গেলেন প্রবীণ কথক ডান্সার বীরু কৃষ্ণন । তিনি 'হাম হ্যায় রাহি প্যায়ার কে' ও 'রাজা হিন্দুস্তানি'-তে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন । কৃষ্ণনের আকস্মিক মৃত্যুতে হতবাক ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ।

বীরু কৃষ্ণন

By

Published : Sep 8, 2019, 1:59 PM IST


মুম্বই : মারা গেলেন প্রবীণ কথক ডান্সার বীরু কৃষ্ণন । তিনি 'হাম হ্যায় রাহি প্যায়ার কে' ও 'রাজা হিন্দুস্তানি'-তে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন ।

গতকাল কৃষ্ণনের আকস্মিক মৃত্যুতে হতবাক ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ।

তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, তিস্কা চোপড়া ও করণবীর বোহরা । তাঁরা তাঁর কাছ থেকে কথকের প্রশিক্ষণ নিয়েছিলেন ।

প্রিয়াঙ্কা টুইট করেন, "আমি যখন মাত্র দু'ফটের ছিলাম তখন আপনি আমাকে নাচতে শিখিয়েছিলেন । আপনার ধৈর্য ও নাচের প্রতি অনুরাগ এতটাই সংক্রামক ছিল যে, আমরা প্রত্যেকে আপনার থেকে শুধু কথক নয়, আরও অনেক কিছু শিখেছি ।"

তিস্কা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে নাচ শেখাচ্ছেন কৃষ্ণন । সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, "একটি দুঃখের দিন.. আমার গুরুজি.. পন্ডিত বীরু কৃষ্ণন আমাদের ছেড়ে চলে গেছেন । তিনি আমাকে কথক ছাড়াও অনেক কিছু শিখিয়েছেন । টাকার মূল্য, শ্রেষ্ঠত্বের সন্ধানে ক্লান্তিকে ছাড়িয়ে যাওয়ার জন্য, একজন অভিনেতা হিসেবে অলরাউন্ডার হতে ও নিজের সেরা কাজ করার জন্য... গুরুজি আমি আপনাকে খুব মিস করব । আপনি একরকম ছিলেন । আশা করি আপনি স্বর্গেও নাচবেন ও স্বর্গও আপনার সঙ্গে নাচবে ।"

অভিনেত্রী লারা দত্ত ভূপতি কৃষ্ণনকে "প্রতিষ্ঠান" বলে অভিহিত করেছেন । তিনি লেখেন, "এটি সত্যিই অত্যন্ত দুঃখজনক খবর । গুরুজির পরিবারের প্রতি সমবেদনা । তিনি সত্যিই একটি প্রতিষ্ঠান ছিলেন । তাঁর কথকের প্রতি প্যাশন ও ধৈর্যের সঙ্গে ছাত্রদের কথক শেখানো তাঁকে একজন পূর্ণ শিক্ষক হিসেবে তৈরি করেছেন ।"

কৃষ্ণনের মৃত্যুকে "বড় ক্ষতি" হিসেবে বিবেচনা করলেন করণবীর । তিনি বলেন, "আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, আমার প্রিয় গুরুজি আর নেই... আমি শিক্ষক দিবস উপলক্ষে তাঁকে ও অন্যান্য শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট লিখেছিলাম । আমি জানতাম না যে এই দেবদূত তাঁর শরীর ছেড়ে চলে যাবে ও আমি তাঁকে কখনও দেখতে পাব না । আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি । তাঁর মতো শিক্ষক খুব কম হয় । এটা আমাদের সবার জন্য বড় ক্ষতি । আমি জানি তিনি ভালো জায়গায় আছেন ।"

বীরু কৃষ্ণনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details