মুম্বই : লকডাউনের মধ্যে যথেষ্ট সক্রিয় ছিলেন কার্তিক আরিয়ান । কখনও ভিডিয়ো বা ছবি পোস্ট করে ফ্যানদের আনন্দ দিয়েছেন তিনি । ফ্যানদের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে । এখনও টুইটারে ফ্যানদের প্রশ্নের উত্তর দিতে দেখা যায় কার্তিককে । নিজের বিয়ের কথা বলতেও পিছপা হন না তিনি ।
বিয়ে নিয়ে টুইটারে এক ফ্যান প্রশ্ন করেছিলেন কার্তিককে । জিজ্ঞাসা করেছিলেন, 'বিয়ে কবে করবেন ?' উত্তরে অভিনেতা লেখেন, "আসলে বিয়ে করার জন্য এটাই সঠিক সময়, কারণ এখন খরচ কম হবে ।"
একজন আবার জিজ্ঞাসা করেন, 'শোনা যাচ্ছে লকডাউনে নাকি আপনি বিয়ে করে নিয়েছেন...এটা কি সত্যি ?' কার্তিকের উত্তর, "যেভাবে হিসেব করে চলছি আমার তো মনে হচ্ছে লকডাউনে বাচ্চাও হয়ে যাবে ।"
লকডাউনের মধ্যে 'কোকি পুছেগা' নামে ইনস্টাগ্রামে একটি শো করছিলেন কার্কিত । সেখানে একাধিক পেশার সঙ্গে মানুষের সঙ্গে অনলাইনে কথা বলতে দেখা যায় তাঁকে । কখনও চিকিৎসক, কখনও কোরোনা মুক্ত রোগীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে । মানসিক স্বাস্থ্য নিয়েও সরব হয়েছিলেন তিনি ।
সম্প্রতি মানসিক স্বাস্থ্য নিয়ে এক ফ্যান প্রশ্ন করেন কার্তিককে । জিজ্ঞাসা করেন, 'হতাশা ও মানসিক স্বাস্থ্য নিয়ে আপনি কি ভাবনা চিন্তা করেন ?' এর উত্তরে কার্তিক লেখেন, "খুব গুরুত্বপূর্ণ বিষয় । #কোকি পুছেগা এপিসোডে খুব তাড়াতাড়ি এই নিয়ে আলোচনা হবে ।"
শেষবার 'লাভ আজ কাল 2'-তে অভিনয় করেছিলেন কার্তিক । সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । বক্স অফিসে ভালো সাফল্য পায়নি ইমতিয়াজ় আলি পরিচালিত এই ছবি । এছাড়া এখন 'ভুল ভুলাইয়া 2' ও 'দোস্তানা 2'-এর মতো ছবি রয়েছে তাঁর হাতে । তবে এই পরিস্থিতির মধ্যে কার্তিক বিয়ে করবেন কি না সেটা অবশ্য সময়ই বলে দেবে ।