মুম্বই : আগের মাসেই মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের ছবি 'অর্জুন রেড্ডি' হিন্দি রিমেক 'কবীর সিং' । ছবিতে অভিনেতা বিজয় দেবরকোন্ডা মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন । 'কবীর সিং'-এ তাঁর চরিত্রে দেখা গেছে শাহিদ কাপুরকে । কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে বিজয়ের পরবর্তী ছবি 'ডিয়ার কমরেড' । বর্তমানে ছবিটির প্রচারে ব্যস্ত টলিউড অভিনেতা ।
'ডিয়ার কমরেড'-র হিন্দি রিমেক বানাবেন করণ - tollywood
এবার বিজয় দেবরকোন্ডার পরবর্তী ছবিরও হিন্দি রিমেক তৈরি হবে । এই কাজের দায়িত্ব নিলেন ছবি নির্মাতা করণ জোহার । তিনি টুইট করে একথা জানান ।
ছবি নির্মাতা করণ জোহার সোশাল মিডিয়ায় 'ডিয়ার কমরেড'-র হিন্দি ভার্সন বানানোর কথা ঘোষণা করলেন । তিনি টুইট করেন, "আমি সবার আগে ডিয়ার কমরেড ছবিটি দেখেছি । এই ছবিতে কি দারুণ প্রেমের কাহিনি দেখানো হয়েছে ।"
তিনি আরও লেখেন, "ছবিতে বিজয় দেবরকোন্ডা আর রশ্মিকা মন্দানা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন । ছবির মাধ্যমে দর্শকদের একটি সুন্দর বার্তা দিয়েছেন পরিচালক ভারত কম্মা । আমি এই কথাটা ঘোষণা করার সময় খুব খুশি অনুভব করছি যে, আমরা ডিয়ার কমরেডকে হিন্দিতে বানাবো । আমি এই বিষয়ে খুবই উত্তেজিত ।"