মুম্বই : ছেলে যশ, মেয়ে রুহি আর মা-কে নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন করণ জোহর । প্রতিদিনই কোনও না কোনও মজার ভিডিয়ো শেয়ার করছেন তিনি । তবে প্রতিদিনের ভিডিয়োতেই রয়েছে ছোটো কোনও টুইস্ট, যা আপনাকে হাসতে বাধ্য় করবে ।
করণের সাম্প্রতিক শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে গিটার হাতে গান গাওয়ায় মজেছেন যশ আর রুহি । তাদের 'ট্যালেন্ডেড মিউজ়িশিয়ান' বলে পরিচয় করালেও সেই গানে কান পাতা দেয় ।