পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমার ছেলেটা বড় হয়ে গেল : বরুণের বিয়ের পর বললেন করণ - বরুণ ধাওয়ানের খবর

করণ জোহরের হাত ধরে বলিউডে প্রবেশ বরুণ ধাওয়ানের । সম্পর্কে বাবা না হলেও বরুণের 'গডফাদার' করণ । বরুণের বিয়ের পর তাই আবেগপ্রবণ এই পরিচালক-প্রযোজক । বললেন, "আমার ছেলেটা বড় হয়ে গেল" ।

karan johar to varun dhawan
karan johar to varun dhawan

By

Published : Jan 25, 2021, 3:18 PM IST

মুম্বই : জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন বরুণ ধাওয়ান । পরিবার, বন্ধু, শুভাকাঙ্খীদের আশীর্বাদ নিয়ে পথচলা শুরু হয়েছে তাঁর । আর বরুণের এই পথচলায় সর্বক্ষণের সঙ্গী করণ জোহর ।

চোখের সামনে বরুণকে বড় হতে দেখেছেন করণ । শুধু বয়সে নয়, একজন অভিনেতা হিসেবেও পরিণত হতে দেখেছেন তিনি বরুণকে । এই ইন্ডাস্ট্রি, এই শো বিজ়নেস সম্পর্কে তাঁকে সব সময় গাইড করে গেছেন করণ । কখনও কখনও নিজেকে বরুণরে বাবার জায়গাতেও বসিয়েছেন তিনি ।

তাই বরুণের বিয়ে নিয়ে আবেগপ্রবণ করণ । ভালোবাসা আর যত্নে যে সম্পর্ককে এতদিন লালনপালন করেছেন তিনি, সেই বরুণ যেন হঠাৎ করেই বড় হয়ে গেছেন, স্বাবলম্বী হয়ে উঠেছেন । দেখে ভালো লাগছে করণের ।

সোশাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে একটি লম্বা পোস্ট করেছেন জোহর । নতাশা আর বরুণকে শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি । দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details