মুম্বই : জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন বরুণ ধাওয়ান । পরিবার, বন্ধু, শুভাকাঙ্খীদের আশীর্বাদ নিয়ে পথচলা শুরু হয়েছে তাঁর । আর বরুণের এই পথচলায় সর্বক্ষণের সঙ্গী করণ জোহর ।
চোখের সামনে বরুণকে বড় হতে দেখেছেন করণ । শুধু বয়সে নয়, একজন অভিনেতা হিসেবেও পরিণত হতে দেখেছেন তিনি বরুণকে । এই ইন্ডাস্ট্রি, এই শো বিজ়নেস সম্পর্কে তাঁকে সব সময় গাইড করে গেছেন করণ । কখনও কখনও নিজেকে বরুণরে বাবার জায়গাতেও বসিয়েছেন তিনি ।