মুম্বই : করণের প্রতিদিনের ভিডিয়োতে তাঁর দুই খুদেই দ্রষ্টব্য হয়ে থাকে । তাদের অ্যাক্টিভিটি দেখে হেসে কূল পান না নেটিজেনরা । এবার মা হীরু জোহরকে নিয়ে ভিডিয়ো বানালেন করণ । সেখানে যশ আর রুহিকে দেখা গেলেও, হিরোইন কিন্তু হীরু জোহরই ।
করণের মা-কে দেখা গেল পাজ়ল সলভ করতে । তিন বছরের বাচ্চাদের জন্য তৈরি এই খেলা কেন হীরুদেবীকে আকৃষ্ট করল ? উত্তরে তিনি বললেন, "দিল তো বাচ্চা হ্যায় জী" । অর্থাৎ বয়স বেড়ে গেলেও, মনটা তাঁর বাচ্চাই রয়েছে, বুঝিয়ে দিলেন করণের মা ।