মুম্বই : লকডাউনের ফলে যে মানুষগুলো সবথেকে অসুবিধার মধ্য পড়েছেন তাঁরা হলেন দিনমজুররা । একদিনের রোজগারে যাঁদের সংসার চলে, সেই সব মানুষগুলো তো কিছু উপার্জনই করতে পারছে না এই ক'দিন, কারণ বন্ধ । তাঁদের পাশে দাঁড়ালেন করণ জোহর । তাঁর প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশন দেশজুড়ে একাধিক তহবিলে দান করল বিশাল অঙ্কের টাকা ।
সোশাল মিডিয়ায় এই খবর শেয়ার করে করণ লিখেছেন, "আমরা সবাই এই লড়াইয়ে একসঙ্গে আর এটা আমাদেরই দায়িত্ব এই কঠিন সময়ে অসহায়দের সাহায্য় করা । তাই ধর্ম ফ্যামিলি এগিয়ে এসেছে এই লকডাউনে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে ।"