পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মানবিক করণ, দিনমজুরদের সাহায্যার্থে অনুদান একাধিক তহবিলে - করণ জোহরের খবর

দিনমজুরদের সাহায্যার্থে দেশজুড়ে একাধিক তহবিলে অনুদান দিলেন করণ জোহর । সোশাল মিডিয়ায় শেয়ার মানবিক পোস্ট ।

karan johar latest news
karan johar latest news

By

Published : Apr 19, 2020, 6:03 PM IST

মুম্বই : লকডাউনের ফলে যে মানুষগুলো সবথেকে অসুবিধার মধ্য পড়েছেন তাঁরা হলেন দিনমজুররা । একদিনের রোজগারে যাঁদের সংসার চলে, সেই সব মানুষগুলো তো কিছু উপার্জনই করতে পারছে না এই ক'দিন, কারণ বন্ধ । তাঁদের পাশে দাঁড়ালেন করণ জোহর । তাঁর প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশন দেশজুড়ে একাধিক তহবিলে দান করল বিশাল অঙ্কের টাকা ।

সোশাল মিডিয়ায় এই খবর শেয়ার করে করণ লিখেছেন, "আমরা সবাই এই লড়াইয়ে একসঙ্গে আর এটা আমাদেরই দায়িত্ব এই কঠিন সময়ে অসহায়দের সাহায্য় করা । তাই ধর্ম ফ্যামিলি এগিয়ে এসেছে এই লকডাউনে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে ।"

.

প্রধানমন্ত্রীর PM কেয়ার্স ফান্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড, জ়োম্যাটো ফিডিং ইন্ডিয়া তহবিল, গুঞ্জ, গিভ ইন্ডিয়া-র মতো একাধিক তহবিলে অনুদান দিল করণের প্রোডাকশন হাউজ় ।

তিনি একটি ভিডিয়োও শেয়ার করেছেন, যেখানে স্লাইডশো-এর মাধ্যমে ফুটে উঠছে সেই সমস্ত অসহায় মানুষগুলোর মুখ, যাঁদের এই অবস্থার পিছনে কোনও হাত নেই । ভয়েজ় ওভারে করণের কণ্ঠ ।

দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details