মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা বলিউডে নেপোটিজ়ম বিতর্ক উসকে দিয়েছে ফের । অনুরাগীরা আঙুল তুলছেন বলিউডের গডফাদার কালচারের বিরুদ্ধে । আঙুল উঠছে করণ জোহরের দিকে, যিনি শুধুমাত্র স্টারকিডদের প্রমোট করেন । একই সঙ্গে আলিয়া ভাটের বিরুদ্ধেও সুর চড়ছে, কারণ তিনি নিজেও একজন স্টারকিড এবং করণের চ্যাট শোয়ে এসে তিনি সুশান্ত না চেনার ভান করেছিলেন ।
নেটিজেনদের এই বিরোধীতার ছাপ গিয়ে পড়ল করণ-আলিয়ার সোশাল মিডিয়া ফলোয়ার সংখ্যায় । জানান দিচ্ছে ফলোয়ার সংখ্যাই । কীরকম ?
করণ জোহরের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছিল 11 মিলিয়ন, যেটি কমে গিয়ে দাঁড়িয়েছে 10.6 মিলিয়নে । অন্যদিকে আলিয়া ভাটের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছিল 48.3 মিলিয়ন, যেটি গিয়ে দাঁড়িয়েছে 47.8 মিলিয়নে । আর এই সংখ্যা এখনও কমছে, থেমে নেই ।
অন্যদিকে সুশান্তের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলছে উলটো গল্প । আত্মহত্যার পর তাঁর ফলোয়ার সংখ্যা 9 মিলিয়ন থেকে গিয়ে দাঁড়িয়েছে 12.3 মিলিয়নে ।
শুধু সুশান্ত নয়, কঙ্গনা রানাওয়াতের ফলোয়ার সংখ্যাও এক ধাক্কায় বেড়েছে 1 মিলিয়ন । কারণ, অভিনেতার প্রয়াণের পর কঙ্গনাই নেপোটিজ়মের বিরুদ্ধে গলা তুলেছিলেন প্রথম । সোশাল মিডিয়ার মাধ্যমেই আঁচ করা যাচ্ছে কোন দিকে বইছে নেটিজেনদের মনের স্রোত ।