মুম্বই : দীপিকার এই ডিপ্রেশন আসলে একটা পাবলিসিটি স্টান্ট, এমনটাই দাবী কঙ্গনার দিদি রঙ্গোলির। রঙ্গোলির এই মন্তব্যের কারণ একটি ভিডিয়ো।
লিভ লাভ লাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে দীপিকা ও সংস্থার এক কর্মী উচ্ছ্বসিত হয়ে নাচছেন। কারণ তাঁদের প্রিভিয়াসলি ইউটিউবে শেয়ার করা একটি ভিডিয়ো এক মিলিয়ন মানুষ দেখেছেন। ভিডিয়োটিতে দীপিকা প্রথম বারের জন্য নিজের ডিপ্রেশনের কথা জনসমক্ষে এনেছিলেন।