মুম্বই : পরবর্তী ছবিতে ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে । তবে সেটা কোনও বায়োপিক নয় । রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হবে ছবিটি । ছবরি নাম এখনও ঠিক হয়নি । কঙ্গনা ছাড়াও ছবির অন্য চরিত্রে দেখা যাবে একাধিক তারকাকে ।
এই ছবি প্রসঙ্গে একটি বিবৃতিতে কঙ্গনা বলেন, "এই প্রোজেক্টের উপর আমরা কাজ করছি । স্ক্রিপ্ট লেখা প্রায় শেষ হয়ে এসেছে । তবে এটা ইন্দিরা গান্ধির বায়োপিক নয় । এটা একটা রাজনৈতিক ছবি । এই ছবির মাধ্যমে বর্তমান প্রজন্ম দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে একটা ধারণা পাবে । একাধিক তারকাকে দেখা যাবে এই ছবিতে । আর ইন্দিরা গান্ধির মতো এক নেত্রীর চরিত্রে আমি অভিনয় করব । তার জন্য মুখিয়ে রয়েছি ।" একটি উপন্যাস অবলম্বনে এই ছবি তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন কঙ্গনা । যদিও কোনও উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হতে চলেছে তা অবশ্য জানা যায়নি ।