পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে - ইন্দিরা গান্ধি

ছবির স্ক্রিপ্ট লেখার কাজ প্রায় শেষ । পরিচালনা করবেন সাই কবির । পরিচালনার পাশাপাশি ছবির গল্প লেখা ও স্ক্রিনপ্লের দায়িত্বেও রয়েছেন তিনি ।

zdfc
czxv

By

Published : Jan 29, 2021, 1:45 PM IST

মুম্বই : পরবর্তী ছবিতে ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে । তবে সেটা কোনও বায়োপিক নয় । রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হবে ছবিটি । ছবরি নাম এখনও ঠিক হয়নি । কঙ্গনা ছাড়াও ছবির অন্য চরিত্রে দেখা যাবে একাধিক তারকাকে ।

এই ছবি প্রসঙ্গে একটি বিবৃতিতে কঙ্গনা বলেন, "এই প্রোজেক্টের উপর আমরা কাজ করছি । স্ক্রিপ্ট লেখা প্রায় শেষ হয়ে এসেছে । তবে এটা ইন্দিরা গান্ধির বায়োপিক নয় । এটা একটা রাজনৈতিক ছবি । এই ছবির মাধ্যমে বর্তমান প্রজন্ম দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে একটা ধারণা পাবে । একাধিক তারকাকে দেখা যাবে এই ছবিতে । আর ইন্দিরা গান্ধির মতো এক নেত্রীর চরিত্রে আমি অভিনয় করব । তার জন্য মুখিয়ে রয়েছি ।" একটি উপন্যাস অবলম্বনে এই ছবি তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন কঙ্গনা । যদিও কোনও উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হতে চলেছে তা অবশ্য জানা যায়নি ।

ছবিটি পরিচালনা করবেন সাই কবির । পরিচালনার পাশাপাশি ছবির গল্প লেখা ও স্ক্রিনপ্লের দায়িত্বেও রয়েছেন তিনি । এর আগে 'রিভলবার রানি'-তে কঙ্গনার সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে ।

ইন্দিরা গান্ধির পাশাপাশি সঞ্জয় গান্ধি, রাজীব গান্ধি, মোরারজি দেশাই ও লাল বাহাদুর শাস্ত্রীকেও তুলে ধরা হবে ছবিতে ।

এই ছবি নিয়ে কঙ্গনার সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যেই ভোপালে পাড়ি দিয়েছেন কবির । সেখানে এই মুহূর্তে 'ধাকড়'-এর শুটিং করছেন কঙ্গনা । ছবির স্ক্রিন প্লে তৈরি আছে বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details