পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"এই থালা আমার নিজের জয়াজি, আপনার নয়"

সংসদে গতকাল নাম না করে কঙ্গনা ও অভিনেতা তথা BJP সাংসদ রবি কিষণকে কটাক্ষ করেছিলেন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন । এরপরই তাঁর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন কঙ্গনা । আজ ফের জয়াকে টুইটারে আক্রমণ করলেন তিনি ।

asd
adf

By

Published : Sep 16, 2020, 7:28 PM IST

Updated : Sep 16, 2020, 7:50 PM IST

মুম্বই : বলিউডের মাদক যোগ নিয়ে প্রথমদিন থেকেই সরগরম সংসদের বাদল অধিবেশন । সংসদে গতকাল নাম না করে কঙ্গনা ও অভিনেতা তথা BJP সাংসদ রবি কিষণকে কটাক্ষ করেছিলেন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন । এরপরই তাঁর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন কঙ্গনা । আজ ফের জয়াকে টুইটারে আক্রমণ করলেন তিনি ।

সোমবার অধিবেশনের প্রথমদিন বলিউডের মাদক যোগ নিয়ে মন্তব্য করেছিলেন রবি কিষণ । বলেছিলেন, বলিউডের বেশির ভাগ শিল্পীই মাদকাসক্ত । তাঁর বক্তব্যের প্রেক্ষিতেই গতকাল রাজ্যসভায় জয়া বচ্চন বলেন, "কোনও কোনও মানুষের স্বভাব, যে থালায় খায়, সেই থালাতেই ফুটো করে ।" এরপর নাম না করে রবি কিষণকে আক্রমণ করে জয়া বলেন, "সংসদে একজন বলিউডের বিপক্ষে কথা বলেছেন । তিনি নিজেও ওই জগতেরই মানুষ । এটা লজ্জার ঘটনা । যে সব মানুষ এই ইন্ডাস্ট্রিতে এসে নাম কামিয়েছেন তাঁরাই এখন একে নর্দমা বলছেন ।"

এরপর আজ সকালে ফের এ নিয়ে টুইটারে সরব হন কঙ্গনা । লেখেন, “ইন্ডাস্ট্রিকে আপনি কোন থালা সাজিয়ে দিয়েছেন জয়াজি ? একটা থালা পেয়েছিলাম যেখানে দু’মিনিটের আইটেম নম্বর এবং একটা রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করার সুযোগ এসেছিল, তাও নায়কের সঙ্গে বিছানায় যাওয়ার পর । এই ইন্ডাস্ট্রিকে নারীবাদ আমি শিখিয়েছি । নারীবাদী, দেশপ্রেমের ছবি দিয়ে ইন্ডাস্ট্রির থালা সাজিয়েছি । এই থালা আমার নিজের জয়াজি, আপনার নয় ।” আর এভাবেই কড়া ভাষায় কঙ্গনা বুঝিয়ে দিতে চেয়েছেন যে তিনি নিজেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন ।

কঙ্গনার টুইট

এর আগে গতকালই জয়ার মন্তব্যের প্রেক্ষিতে টুইট করেছিলেন কঙ্গনা । সেখানে বর্ষীয়ান এই অভিনেত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তিনি । লেখেন, “আমার জায়গায় আপনার মেয়ে শ্বেতাকে যদি বলিউডে হেনস্থা হতে হত, মাদক নিতে বাধ্য করা হত, শারীরিক নির্যাতন করা হত, তা হলেও কি আপনি একইভাবে বলিউডকে সমর্থন করতেন ? আপনার ছেলে অভিষেক যদি দুর্ব্যবহার সহ্য না করে গলায় ফাঁস দিত, এই জায়গাটিকে নর্দমা বলে মনে হত না আপনার ?”

কঙ্গনার টুইট

যদিও কঙ্গনার এই মন্তব্যের প্রেক্ষিতে পালটা কোনও মন্তব্য করতে দেখা যায়নি জয়াকে । তবে রাজ্যসভার মন্তব্যের পর বলিউডের একাংশকে পাশে পেয়েছেন তিনি । সোশাল মিডিয়ায় তাঁকে সমর্থন জানিয়েছেন সোনম কাপুর থেকে শুরু করে তাপসী পান্নু, ফারহান আখতার, অনুভব সিনহা, দিয়া মির্জা, অনিল শর্মা সহ আরও অনেকেই ।

Last Updated : Sep 16, 2020, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details