পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টানা দশ দিন নাইট শিফ্ট করে এ কি অবস্থা কঙ্গনার !

টানা দশ দিন নাইট শিফ্টে 14 ঘণ্টা শুটিং করে কঙ্গনা রানাওয়াতের অবস্থা খারাপ । এমনিতেই 'ধাকড়'-এর ধকল আছে, তার উপরে রাত জেগে মুখ চোখ বসে গেছে অভিনেত্রীর ।

Kangana Ranaut dhakkad
Kangana Ranaut dhakkad

By

Published : Feb 12, 2021, 7:50 PM IST

মুম্বই : 'ধাকড়'-এর জন্য দিনরাত পরিশ্রম করছেন কঙ্গনা রানাওয়াত । প্রকৃতপক্ষেই দিন এবং রাত এক করে ফেলছেন তিনি । গত দশ দিন ধরে নাইট শিফ্টে শুটিং করছেন কঙ্গনা । তাঁর শরীরের অবস্থা কেমন সেটা বলাইবাহুল্য ।

এখন মধ্যপ্রদেশে চলছে এই অ্যাকশন থ্রিলারের শুটিং । রক্তে মাখা, ধুলোয় ধূসর কঙ্গনা একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । অগ্নি রূপে কঙ্গনার এই লুক আগেও দেখেছেন সবাই । আর এবার তাঁর চোখ-মুখটাও বসা ।

ডিরেক্টর রজ়নীশ রেজ়ি ঘাইয়ের সঙ্গে ছবিটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "10 টা রাত ধরে নন-স্টপ অ্যাকশন, 14 ঘণ্টার শিফ্টে রাত পেরিয়ে সকাল হয়ে গেল । কিন্তু এখনও পরিচালক বলছেন 'তুমি আমায় রক্ত দাও, আমি তোমায় মুক্তি দেব' । ঠিক আছে, যা ইচ্ছে কর । আমি তোমার ।"

'ধাকড়'-এ কঙ্গনা ছাড়াও রয়েছেন দিব্যা দত্ত এবং অর্জুন রামপাল ।

ABOUT THE AUTHOR

...view details