মুম্বই : 'ধাকড়'-এর জন্য দিনরাত পরিশ্রম করছেন কঙ্গনা রানাওয়াত । প্রকৃতপক্ষেই দিন এবং রাত এক করে ফেলছেন তিনি । গত দশ দিন ধরে নাইট শিফ্টে শুটিং করছেন কঙ্গনা । তাঁর শরীরের অবস্থা কেমন সেটা বলাইবাহুল্য ।
এখন মধ্যপ্রদেশে চলছে এই অ্যাকশন থ্রিলারের শুটিং । রক্তে মাখা, ধুলোয় ধূসর কঙ্গনা একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । অগ্নি রূপে কঙ্গনার এই লুক আগেও দেখেছেন সবাই । আর এবার তাঁর চোখ-মুখটাও বসা ।