মুম্বই : আজ মুম্বই ফিরছেন কঙ্গনা রানাওয়াত । ইতিমধ্যেই চণ্ডীগড় এয়ারপোর্টের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছেন তিনি । অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই প্রশ্ন তুলেছেন, যে মুম্বই তাঁকে এতকিছু দিয়েছে, সেই মুম্বইয়ের নিন্দা করলেন কী করে অভিনেত্রী ? এই সবকিছুর জবাব দিলেন কঙ্গনা ।
টুইটারে তিনি টুইট করলেন, "আমি বিশ্বাস করি যে, মহারাষ্ট্র আমায় সবকিছু দিয়েছে । কিন্তু, আমিও তাকে একটা মূল্যবান জিনিসের ভেট দিয়েছি, একটি মেয়ে যে মহারাষ্ট্রের মহিলাদের ভালোবেসে, তাঁদের সম্মান রক্ষা করার জন্য নিজের রক্ত দিতেও রাজি ।" কঙ্গনা নিজের কথাই বলেছেন বোঝা যায় ।
অন্য একটি টুইটে আবার অভিনেত্রী লিখেছেন, "বারো বছর বয়সে আমি হিমাচল ছেড়ে চণ্ডীগড়ে হোস্টেলে আসি । এরপর দিল্লিতে থেকে মুম্বইতে যখন আসি তখন আমার বয়স মাত্র ষোল বছর । সবাই বলত মুম্বইতে নাকি মুম্বাদেবীর বাস । আমরা বন্ধুরা মিলে মুম্বাদেবীর দর্শনে গেলাম । সব বন্ধুরা ফিরে গেল, শুধু আমায় নিজের কাছে রেখে দিলেন মুম্বাদেবী ।"
কঙ্গনার এই সব পোস্টে মহারাষ্ট্রের রাজনীতিবিদদের মন গলবে কিনা জানা নেই । তাঁদের অনেকেই কঙ্গনাকে খোলাখুলি হুমকি দিচ্ছেন । এদিকে অভিনেত্রীর মুম্বই অফিসে লাগিয়ে দেওয়া হয়েছে BMC নোটিশ, অবৈধ নির্মাণের অভিযোগ তোলা হয়েছে ।
সব মিলে সুশান্ত মামলা থেকে বিষয়টা কঙ্গনাকেন্দ্রিক হয়ে উঠছে দিন দিন ।