মুম্বই : বেআইনি নির্মাণের অভিযোগে গতকাল কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিসে নোটিশ দেয় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার কথা ছিল অভিনেত্রীর । যদিও তা তিনি দেননি । আর সেই কারণেই আজ সকালে বুলডোজ়ার দিয়ে ওই অফিসে ভাঙচুর চালায় BMC । এরই মধ্যে আজ মানালিতে নিজের বাড়ি থেকে মুম্বই ফেরেন কঙ্গনা । বিকেল পৌনে 3টে নাগাদ বিমানবন্দরে নামেন তিনি । ঠিক সেই সময় বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল শিবসেনা প্রভাবিত ভারতীয় কামগড় সেনার সদস্যরা । অন্যদিকে কঙ্গনার সমর্থনে বিমানবন্দরে উপস্থিত হয়েছিল করনি সেনা । তবে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়েই খারে নিজের বাড়িতে পৌঁছান অভিনেত্রী । আর এই পরিস্থিতির মধ্যেই মহারাষ্ট্র সরকার ও উদ্ধব ঠাকরের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি ।
বাড়ি পৌঁছানোর পর সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "তুমি যা করেছ ভালো করেছ"। আর সেই ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "উদ্ধব ঠাকরে তুমি কী মনে করো যে ফিল্ম মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে আমার অফিস ভেঙে তুমি আমার উপর প্রতিশোধ নিয়েছ ? আজ আমার অফিস ভেঙেছ, কাল তোমার অহংকারের বিনাশ হবে । সময় অবশ্যই বদলে যাবে । সব সময় কারও একই রকম যায় না ।"