পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'তানাজি'-র শুটিংয়ের ভিডিয়ো শেয়ার কাজলের

'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'-এর শুটিংয়ের কিছু মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন কাজল । যেখানে অজয় দেবগন, কাজল ও সইফ আলি খানের শুটিংয়ের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে ।

df
df

By

Published : Jan 5, 2020, 6:41 PM IST

মুম্বই : ছবি মুক্তি পেতে বাকি আর মাত্র কয়েকটা দিন । তার আগে 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র' শুটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করলেন কাজল ।

আজ টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । শুটিং চলাকালীন ছবির কয়েকটি দৃশ্য তুলে ধরা হয়েছে ওই ভিডিয়োতে । যেখানে দেখা গেছে ছবির মুখ্য চরিত্রদের । রয়েছেন অজয় দেবগন, কাজল ও সইফ আলি খান । কেন হঠাৎ এই ধরনের ছবি পরিচালনা করার কথা চিন্তা করলেন পরিচালক ওম রাউত ? তাও তুলে ধরা হয়েছে ভিডিয়োতে ।

অনেকদিন আগে থেকেই এই ছবি তৈরির চিন্তাভাবনা করেছিলেন পরিচালক ওম রাউত । ছবির প্রস্তাব নিয়ে অজয় দেবগনের সঙ্গে দেখা করেন তিনি । আর গল্পটি শোনার পর এক সেকেন্ডের মধ্যে ছবিটি করতে রাজি হয়ে যান অজয় । দ্বিতীয়বার কোনও ভাবনা চিন্তাই করেননি তিনি । এ প্রসঙ্গে পরিচালক বলেন, "2016 সালে অজয় দেবগনের সঙ্গে আমার পরিচয় হয় । এরপর একদিন আমি তাঁর সামনে বসি আর ছবি নিয়ে আলোচনা শুরু করি । গল্পটি শোনা মাত্রই তা করার জন্য প্রস্তুত হয়ে যান তিনি ।"

ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান ।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির একটি গান । তার আগে মুক্তি পেয়েছিল ছবির দুটি ট্রেলার । যার ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়েছে 100 মিলিয়ন ।

সব ঠিক থাকলে 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details