পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মিস্টার ইন্ডিয়া' কি শেখর কাপুরের একার ? প্রশ্ন তুললেন জাভেদ - জাভেদ আখতারের খবর

'মিস্টার ইন্ডিয়া' নিয়ে জটিলতার শেষ নেই । বিতর্কটা শুরু হয়েছিল এক জায়গা থেকে, তবে সেটা একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছল জাভেদ আখতারের সাম্প্রতিকতম টুইটে ।

Javed Akhtar on mr india. Javed akhtar and Sekhar Kapoor latest news
Javed Akhtar on mr india. Javed akhtar and Sekhar Kapoor latest news

By

Published : Feb 28, 2020, 3:14 PM IST

মুম্বই : 'মিস্টার ইন্ডিয়া' রিমেক হতে চলেছে বলে 17 ফেব্রুয়ারি টুইট করেছিলেন পরিচালক আলি আব্বাস জাফর । বিতর্কের শুরু সেখান থেকে । পরিচালক শেখর কাপুরের কোনও অনুমতি না নিয়ে কী করে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে প্রশ্ন তুলেছিলেন পরিচালক স্বয়ং । এবার শেখরকে তোপ জাভেদ আথতারের । 'মিস্টার ইন্ডিয়া'-র অন্যতম লেখক জাভেদ প্রশ্ন তুললেন যে, ছবিটি কি একা শেখরের ?

গতকাল শেখর কাপুর একটি টুইট করে লেখেন, "যদি কেউ কোনও একজন পরিচালকের সফল কাজকে নিয়ে রিমেক করতে চায়, তাহলে কি সেই পরিচালকের রিমেড কাজটির উপর ক্রিয়েটিভ রাইট থাকবে না ?"

শেখরের এই টুইটের তলাতেই জাভেদ প্রশ্ন তোলেন, "শেখর সাহেব, ছবির গল্পটা, পরিস্থিতিটা, দৃশ্য়গুলো, চরিত্রগুলো, সংলাপ, গানের লিরিক্স, এমনকি ছবির নাম কোনওটাই আপনার নয় । আমি এগুলো সব আপনাকে দিয়েছি ।"

তবে শেখরের কৃতিত্বকে একেবারে উড়িয়ে না দিয়ে জাভেদ লিখেছেন, "হ্যাঁ আপনি সবকিছু ভালো করে মিলিয়েছেন, তবে ছবিটাকে আপনি কী করে শুধুমাত্র নিজের বলে মনে করছেন ? আমি কোনও অংশে কম ছিলাম ? এটা আপনার আইডিয়া ছিল না, এটা আপনার স্বপ্নও ছিল না ।" 'মিস্টার ইন্ডিয়া'-র অন্যতম লেখক ছিলেন সলিম খান ।

জাভেদের এই প্রতিবাদে প্রশংসা নেটিজেনদের ।

ABOUT THE AUTHOR

...view details