মুম্বই : লকডাউনের মধ্যে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন অনুষ্কা শর্মা । একসঙ্গে মোনোপলির মতো গেম খেলতেও দেখা গিয়েছে তাঁকে । আর এবার একসঙ্গে লুডো খেললেন তিনি । তাও আবার অনলাইনে ।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লুডো খেলার ছবি শেয়ার করেছিলেন অনুষ্কা । সেখানে বাবা-মা ও বিরাটের সঙ্গে লুডো খেলতে দেখা যায় তাঁকে ।
খেলায় এগিয়ে ছিলেন অনুষ্কার বাবা ও মা । স্ক্রিন শট তোলার সময় বিরাটের ঘরে ছিল একটি ঘুঁটি । এদিকে সবার থেকেই পিছিয়ে ছিলেন অনুষ্কা । ঘর থেকে একটি ঘুঁটিও বের করতে পারেননি তিনি । যদিও খেলায় হেরে গিয়ে একটুও দুখ পাননি । কারণ তাঁর মতে তিনি তো হেরে যাননি । আসলে ঘরে বসে সামাজিক দূরত্ব মেনে চলছিলেন । লুডোর স্ক্রিনশট শেয়ার করে একথাই লেখেন অনুষ্কা ।
লুডো খেলার ছবি (সৌ : ইনস্টাগ্রাম) কিছুদিন আগে পরিবারের সঙ্গে মোনোপলি খেলতে দেখা গিয়েছিল এই তারকা দম্পতিকে । তখনও জিততে পারেননি অনুষ্কা । জিতেছিলেন বিরাট ।
লকডাউনের মধ্যে গৃহবন্দী সব তারকাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । তাঁদের সময় যেন কাটছেই না এখন । সময় কাটাতে কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন, কেউ রান্না করছেন, কেউ গল্পের বই পড়ছেন, তো কেউ আলমারি গোছাচ্ছেন । তবে অনুষ্কা ঘরের কাজ করছেন কি না তা অবশ্য জানা যায়নি । ঘরের কাজ করার কোনও ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করেননি তিনি । তবে এই সময়টা যে তিনি পরিবারের সঙ্গেই আনন্দ করে কাটাচ্ছেন তা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম থেকেই স্পষ্ট ।
কোরোনা মোকাবিলায় বলিউডের অন্য তারকাদের মতো পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিলেন অনুষ্কা ও বিরাট । সূত্রের খবর, একসঙ্গে মোট 3 কোটি টাকা অনুদান দিয়েছিলেন তাঁরা ।