পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"পদ্মগুলি তোমার কথা মনে করে ইরফান..."

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন সুতপা । সেখানে পদ্ম ফুলের ছবি পোস্ট করেন তিনি । ক্যাপশনে লেখেন, "পদ্মগুলি তোমার কথা মনে করে ইরফান । বোতলের মধ্যে তাদের প্রাণ দেওয়ার জন্য যে কষ্ট তুমি করেছিলে । এরপর ঠিক করে ফোটার জন্য তাদের আলাদা জায়গা করে দিয়েছিলে এখানে..."।

sa
szd

By

Published : Jun 22, 2020, 2:32 PM IST

মুম্বই : প্রায় দু'মাস হতে চলল প্রয়াত হয়েছেন ইরফান খান । কিন্তু, তাঁর এই চলে যাওয়া এখনও মন থেকে মেনে নিতে পারছেন না স্ত্রী সুতপা সিকদার ও পরিবারের অন্য সদস্যরা । ইরফানের চলে যাওয়াটা আজও কাঁদায় তাঁদের । কেমন যেন সব কিছু বড়ই ফাঁকা লাগে । এই সময় স্মৃতিই একমাত্র ভরসা তাঁদের কাছে । সময় পেলেই তাই চলে যাচ্ছেন স্মৃতির সরণিতে । হাঁটছেন সেখানে । এভাবেই আরও একবার তাজা করে নিচ্ছেন স্মৃতিগুলোকে । আর তাঁর স্মৃতিগুলোর মধ্যেই ভালো থাকার রসদ খুঁজে বের করছেন সুতপা ।

বাড়ির প্রতিটি কোণেই রয়েছে ইরফানের স্মৃতি । যেন বাড়ির সব জিনিসের সঙ্গেই মিশে রয়েছেন তিনি । সশরীরে উপস্থিত না থেকেও পরিবারের সবার মনেই রয়েছেন । তবে শুধু পরিবারের সদস্যরাই নন । বাড়িতে থাকা পদ্ম ফুলগুলিও ইরফানের কথা চিন্তা করে বলে জানিয়েছেন সুতপা ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন সুতপা । সেখানে পদ্ম ফুলের ছবি পোস্ট করেন তিনি । ক্যাপশনে লেখেন, "পদ্মগুলি তোমার কথা মনে করে ইরফান । বোতলের মধ্যে তাদের প্রাণ দেওয়ার জন্য যে কষ্ট তুমি করেছিলে । এরপর ঠিক করে ফোটার জন্য তাদের আলাদা জায়গা করে দিয়েছিলে এখানে..."।

মাঝে মধ্যেই ইরফানের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন সুতপা । কয়েক দিন আগে ইরফানের সঙ্গে তোলা পুরোনো দুটি ছবি সম্প্রতি ফেসবুকে পোস্ট করেন তিনি । একটি ছবিতে ঘাসের উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে ইরফানকে । অন্যটিতে ইরফানকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন সুতপা । ইরফানকে মিস করার বিষয়টি এই ছবির মাধ্যমেই বোঝাতে চেয়েছেন তিনি ।

ক্যানসারের কাছে হার মেনে 29 এপ্রিল পরিবারকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন ইরফান । মাত্র 53 বছর বয়সে কোকিলাবেন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । শুধু পরিবারই নয় । তাঁর মৃত্যুতে মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল তারকা থেকে শুরু করে নেটিজ়েন সবার । এখনও গোটা দেশ তথা সিনেমাপ্রেমী মানুষের হৃদয়ে থেকে গিয়েছেন অভিনেতা ।

ABOUT THE AUTHOR

...view details