মুম্বই : লন্ডনে 'আংরেজ়ি মিডিয়াম'-এর শুটিং সেরে দেশে ফিরলেন ইরফান। তবে পায়ে হেঁটে নয়, হুইলচেয়ারে চেপে। ইরফানের এই চেহারা দেখে শঙ্কিত তাঁর অনুরাগীরা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
শুধু হুইলচেয়ারে করে ফেরাই নয়, ইরফানের আচরণ দেখেও চমকেছেন নেটিজেনরা। ক্যামেরা থেকে বাঁচতে টুপি দিয়ে মুখ ঢাকছিলেন তিনি। অন্যদিকে জোর করে ছবি তোলার জন্য নেটিজেনদের কাছে তীব্র সমালোচিত হয়েছেন পাপারাৎজ়িরাও।