মুম্বই : ছোটোখাটো ভুল অনেক সময় চোখ এড়িয়ে যায় । তবে এহেন বিশাল ভুল চোখ এড়াল না কারও । তাও আবার আইএফএফআই-এর ওয়েবসাইটে । সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা'-র সারাংশে লেখা সলমন খানের 'দাবাং'-এর গল্প ।
শুধু এটুকুই নয় । 'সোনার কেল্লা'-র প্রযোজক হিসেবে রয়েছেন আরবাজ় খান, মালাইকা আরোরা ও ধিলিন মেহতার নাম । তাঁরাই 'দাবাং'-এর প্রযোজক ছিলেন । এমন মারাত্মক ভুল কি সহজে মেনে নিতে পারেন সিনেপ্রেমীরা ? স্ক্রিনশট তুলে ঘটনাটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন তাঁরা ।