মুম্বই : "কারও নীরবতাকে তার দুর্বলতা ভেবে নেওয়া একেবারেই ঠিক নয় ।" সোশাল মিডিয়ায় সুদীর্ঘ পোস্টের মাধ্যমে একথাই বলেছেন অনুষ্কা শর্মা । দক্ষ অভিনয়ের মাধ্যমে বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি । কিন্তু, বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হওয়া থেকেই একাধিক সমালোচনা শুনেছেন । বিরাটের পারফরম্যান্সের জন্যও দায়ি করা হয়েছে তাঁকে । প্রতিবারই চুপ থেকেছেন । ভেবেছেন চুপ থাকলেই হয়তো সব ঠিক হয়ে যাবে । কিন্তু, বার বারই তাঁকে নিয়ে একাধিক মন্তব্য করা হয়েছে । আর তাই এবার আর চুপ না থেকে মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা ।
ভারতের প্রাক্তন উইকেটকিপার ফারুক ইঞ্জিনিয়র । সম্প্রতি অনুষ্কাকে নিয়ে একটি মন্তব্য করেছেন । বলেছেন, "ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন আমি দেখেছিলাম নির্বাচকরা অনুষ্কার দিকে চায়ের কাপ এগিয়ে দিচ্ছেন ।" ফারুকের এই মন্তব্য শোনার পর আর চুপ থাকতে পারেননি অনুষ্কা । সোশাল মিডিয়ায় নিজের মনের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি । পরে অবশ্য অনুষ্কার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন ফারুক ।
অনুষ্কা লিখেছেন, "নিজের সম্পর্কে বানানো ও ভুল খবর দেখে চুপ থাকাই শ্রেয় বলে মনে করতাম আমি । আর এভাবেই 11 বছর ধরে নিজের ক্যারিয়ারকে ধরে রেখেছি । আর আমার এই নীরবতার সাহায্যেই আমার বিরুদ্ধে একাধিক মিথ্যে খবরকে সত্যের রূপ দেওয়া হয়েছে । যা আজ শেষ হল ।"
প্রেম পর্ব চলাকালীন বেশ কয়েকবার মাঠে দেখা গিয়েছিল অনুষ্কাকে । তাঁদের সম্পর্কের কথা আগে থেকেই প্রকাশ্যে এসেছিল । আর বিরাটের পারফরম্যান্স খারপ হলেই অনুষ্কাকে দায়ি করা হত । এ প্রসঙ্গে তিনি লেখেন, "বিরাটের পারফরম্যান্স খারাপ হলেই আমাকে দায়ি করা হত । কিন্তু, তাতেও আমি চুপ থেকেছি । বলা হত যে আমি দলের মিটিং ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে থাকতাম । যা একেবারেই ভুল ।"