মুম্বই : সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছুই । আর প্রযুক্তির ডানায় ভর করে এখন যে কোনও অসম্ভবকে সম্ভব করছেন অনেকেই । যে কোনও জীবিকাই এখন প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে । সেখান থেকে বাদ যায়নি চলচ্চিত্রও । সম্প্রতি নতুন পরিচালকদের প্রযুক্তির উপর নির্ভরশীল হতে বারণ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ।
সম্প্রতি টুইটারে কাকা শাম্মি কাপুরের একটি পুরোনো সাদা-কালো ছবি পোস্ট করেন তিনি । যেখানে শাম্মি কাপুরকে অভিনয় করতে দেখা গেছে । আর তাঁর মুখের ভঙ্গিমা খুব কাছ থেকে দেখছেন পরিচালক বিজয় আনন্দ । ছবির ক্যাপশনে ঋষি লেখেন, "নতুন পরিচালকদের জন্য । যে কোনও তারকার অভিনয় খুব কাছ থেকে দেখা উচিত । মনিটর দিয়ে তা দেখা ঠিক নয় । বিরক্ত হয়ে গেছি নতুন পরিচালকদের সঙ্গে এ নিয়ে ঝগড়া করে । যারা নতুন খেলনার সঙ্গে খেলতেই বেশি ভালোবাসে ।"
1966 সালে মুক্তি পায় 'তিসরি মনজ়িল' ছবিটি । অভিনয় করেছিলেন শাম্মি কাপুর, আশা পারেখ, প্রেম চোপড়ার মতো তারকারা । ছবিটি পরিচালনা করেছিলেন বিজয় আনন্দ । ওই ছবির শুটিংয়ের একটি দৃশ্য টুইটারে শেয়ার করেন ঋষি । 60 ও 70-এর দশকে কীভাবে সিনেমার কাজ হত সেটাই বর্তমান প্রজন্মের পরিচালকদের বোঝাতে চেয়েছেন তিনি । আসলে সে সময় মনিটরের মাধ্যমে অভিনেতার অভিনয় দেখতেন না পরিচালক । খুব কাছ থেকে অভিনেতার মুখভঙ্গি দেখতেন তাঁরা । কোনও ভুল বা বদলানোর প্রয়োজন হলে তা তখনই করা হত । কিন্তু, এখন সবটাই প্রযুক্তি নির্ভর । পরিচালকও তারকাদের অভিনয় দেখেন মনিটরের মাধ্যমে ।