পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পিএম কেয়ার্স ফান্ডে অনুদান হেমার - hema malini donates to pm cares

সম্প্রতি পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দিয়েছেন হেমা । অনুরাগীদেরও অনুদান দিতে অনুরোধ করেন তিনি ।

khgg
gg

By

Published : Apr 21, 2020, 11:18 AM IST

Updated : Apr 22, 2020, 5:52 PM IST

মুম্বই : কোরোনো মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সমাজের সব স্তরের মানুষকে সেখানে অনুদানের জন্য আবেদন করেছিলেন তিনি । ইতিমধ্যেই সেখানে অনুদান দিয়েছেন বলিউডের একাধিক তারকা । সম্প্রতি সেখানে অনুদান দেন হেমা মালিনীও । পাশাপাশি সবাইকে অনুদান দেওয়ার জন্য অনুরোধও করেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন হেমা । সেখানে তিনি বলেন, "আমার দেশই আমার পরিচয় । আর আজ দেশের আমাকে প্রয়োজন । কোরোনা মোকাবিলায় পিএক কেয়ার্স ফান্ডে সামান্য অনুদান করছি আমি । আর এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করছি । পিএম কেয়ার্স ফান্ডে আপনিও অনুদান দিন । আর সেটাকে একটা চ্যালেঞ্জের মতো করে দেখুন । পাশাপাশি এক্ষেত্রে বন্ধুদের মনোনীত করতে পারেন ।"

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "আমার সব অনুরাগীদের কাছে অনুরোধ করছি । আমি পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দিয়েছি । যার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী কোরোনার বিরুদ্ধে লড়াই করতে পারেন । সবার কাছে অনুরোধ করছি যে আপনারাও নিজের সাধ্য মতো এই ফান্ডে অনুদান দিন । এভাবেই আমরা কোরোনার বিরুদ্ধে লড়াই করতে পারব ।"

সবার আগে এই ফান্ডে অনুদান দিয়েছিলেন অক্ষয় কুমার । 25 কোটি টাকা অনুদান দেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন অনেকেই । তার মধ্যে রয়েছেন শাহরুখ খান, শিল্পা শেট্টি, ভিকি কৌশল, কার্তিক আরিয়ান, কৃতি শ্যানন, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, রণবীর সিং, দীপিকা পাডুকোন, ভূমি পেদনেকর সহ আরও অনেকেই ।

Last Updated : Apr 22, 2020, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details