মুম্বই : কোরোনো মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সমাজের সব স্তরের মানুষকে সেখানে অনুদানের জন্য আবেদন করেছিলেন তিনি । ইতিমধ্যেই সেখানে অনুদান দিয়েছেন বলিউডের একাধিক তারকা । সম্প্রতি সেখানে অনুদান দেন হেমা মালিনীও । পাশাপাশি সবাইকে অনুদান দেওয়ার জন্য অনুরোধও করেন তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন হেমা । সেখানে তিনি বলেন, "আমার দেশই আমার পরিচয় । আর আজ দেশের আমাকে প্রয়োজন । কোরোনা মোকাবিলায় পিএক কেয়ার্স ফান্ডে সামান্য অনুদান করছি আমি । আর এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করছি । পিএম কেয়ার্স ফান্ডে আপনিও অনুদান দিন । আর সেটাকে একটা চ্যালেঞ্জের মতো করে দেখুন । পাশাপাশি এক্ষেত্রে বন্ধুদের মনোনীত করতে পারেন ।"