পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দর্শকের 'অর্জুন পাটিয়ালা' পছন্দ হওয়াটাই আমার জন্মদিনের উপহার : কৃতি - bollywood

জন্মদিনের আলাদা কোনও পরিকল্পনা নেই । পরিবার, বন্ধুদের সঙ্গেই দিনটি কাটাতে চান তিনি । তবে অন্য়দের মতো উপহার পেতেও ভালোবাসেন । আজ 29 বছরে পা রাখলেন অভিনেত্রী কৃতি স্যানন । জন্মদিনে ETV ভারত সিতারার তরফে অনেক শুভেচ্ছা রইল অভিনেত্রীর জন্য ।

কৃতি স্যানন

By

Published : Jul 27, 2019, 10:22 AM IST

মুম্বই : আরও এক বছর বয়স বাড়ল বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের । আজ 27 জুলাই 29 বছরে পা দিলেন তিনি । 'হিরোপন্তি' দিয়ে বলিউডে পথ চলা শুরু । এরপর একে একে অভিনয় করেছেন 'দিলওয়ালে', 'রাবতা', 'বরেলি কি বরফি'-র মতো ছবিতে ।

গতকালই কৃতি অভিনীত 'অর্জুন পাটিয়ালা' মুক্তি পেয়েছে । অভিনেত্রী বলেন, "দর্শক থিয়েটারে গিয়ে ছবিটাকে পছন্দ করুক ।" এটাই সব থেকে বড় উপহার । অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন কৃতি । তিনি বলেন, "পঞ্জাবী ছবিতে অনেক কমেডি করেছেন দিলজিৎ । তিনি বাস্তব জীবনেও খুব মজাদার মানুষ ।" জন্মদিনের সময় ছবিটি মুক্তি পাওয়ায় তিনি খুব খুশি ।

'লুকাছুপ্পি'-র এই অভিনেত্রীর কাছে জন্মদিনটা কোনও বড় বিষয় নয় । তিনি এই দিনটি পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গেই কাটাতে চান । তিনি বলেন, "আমি ক্লাবে গিয়ে পার্টি করার চেয়ে বাড়িতে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করি ।"

তিনি আরও বলেন, "আমি হয় ঘুরতে থাকি, নয় শুটিংয়ের কাজে থাকি । তাই আমি শুধু বিশ্রাম করতে চাই । আমি বাড়িতে বলেছি কিছু না করার জন্য । কিন্তু আমার মনে হচ্ছে আমার বোন নুপুর আর বন্ধুরা মিলে কিছু পরিকল্পনা করছে । একটি গেট-টুগেদারের পরিকল্পনা করছে ।"

জন্মদিন নিয়ে ততটা না ভাবলেও কৃতি সারপ্রাইজ় ও উপহার পেতে ভালোবাসে । তিনি বলেন, "আমার ভালো লাগে যখন কেউ এসবের জন্য চিন্তা করে ও চেষ্টা করে । জিনিসের থেকে এর পিছনে তাদের আবেগ ও চিন্তাধারাটাই গুরুত্বপূর্ণ । আমিও অন্য মেয়েদের মতো উপহার পেতে ভালোবাসি ।"

এখনও পর্যন্ত সবথেকে পছন্দের উপহার কী ? কৃতি জানালেন, "আমার বোন একবার আমাকে হাতে তৈরি স্ক্র্যাপবুক দিয়েছিল । সেখানে আমার বড় হয়ে ওঠার বিভিন্ন সময়ের ছবি ছিল । সঙ্গে সে সুন্দর ও মজার কথাও লিখেছিল । যখনই আমার মন খারাপ হয়, আমি বইটা খুলে দেখি । আর আমার মন ভালো হয়ে যায় ।"

অভিনেত্রী কৃতি স্যাননের কর্মজীবন হোক আরও উজ্জ্বল । তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার তরফে ।

ABOUT THE AUTHOR

...view details