পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বলিউডে নতুন জুটি, ভিকির সঙ্গে হাত মেলালেন মানুষী - মানুসী চিল্লারের খবর

বলিউডে এবার নতুন জুটি । হার্টথ্রব ভিকি কৌশলের সঙ্গে হাত মেলালেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও অভিনেত্রী মানুষী চিল্লার । যশরাজ প্রযোজনায় তৈরি হবে তাঁদের প্রথম ছবি ।

Manushi chillar and vicky kaushal in a film
Manushi chillar and vicky kaushal in a film

By

Published : Aug 19, 2020, 6:58 PM IST

মুম্বই : ভিকি কৌশলের সঙ্গে অনস্ক্রিন কমেডি পার্টনার হতে চলেছেন মানুষী চিল্লার । যশরাজের ব্যানারে তৈরি পরবর্তী কমেডি ছবিতে ভিকির সঙ্গে দেখা যাবে মানুষীকে । ANI সূত্রে জানা যাচ্ছে খবরটি ।

প্রোডাকশন ঘনিষ্ঠ একজন ANI-কে জানান, "ভিকি আর মানুষীর জুটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে । বলিউডের রোম্যান্স কাপলদের মধ্যে অন্যতম ফ্রেশ পেয়ার হতে চলেছে এটা ।"

'লাস্ট স্টোরিজ়'-এ ভিকির কমেডি অবতার দেখা গেলেও পুরোদমে কমেডি ছবিতে দেখা যায়নি তাঁকে । সেদিক থেকে দেখতে গেলে এটাই ভিকির প্রথম কমেডি ফিল্ম ।

প্রোডাকশন ঘনিষ্ঠ সেই ব্যক্তি বলেন, "এটা ভিকির প্রথম কমেডি ছবি । আর মানুষীও নিজেকে রীতিমতো প্রস্তুত করছেন চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে ।"

মানুষী

যশরাজের 'প্রোজেক্ট 50'-র অংশ হতে চলেছে এই কমেডি ফ্লিক । আগামী 27 সেপ্টেম্বর হবে ছবির অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমেই YRF প্রোডাকশনের 50 বছর উদযাপিত হবে । ঘোষণা করবেন আদিত্য চোপড়া । আশায় দর্শক ।

ABOUT THE AUTHOR

...view details