পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ায় FIR করলেন অনুরাগ - Bjp wins

এক বিজেপি সমর্থক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়াকে ধর্ষণের হুমকি দেয়। এই খবর দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল। অবশেষে FIR করলেন অনুরাগ।

অনুরাগ কাশ্যপ

By

Published : May 27, 2019, 8:14 AM IST

Updated : May 27, 2019, 2:43 PM IST

মুম্বই : প্রাথমিকভাবে অনুরাগ যেই পোস্টের মাধ্যমে হুমকির ঘটনাটা জানিয়েছিলেন, সেই পোস্টের জন্য তাঁকে সমালোচিত হতে হয়েছে খুব। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করায় অসন্তুষ্ট হয়েছেন অনেকেই। পুনরায় একটি পোস্টের মাধ্যমে সবার মুখ বন্ধ করে দিলেন তিনি।

অনুরাগ নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "আমি যখন মানুষকে নিজেদের সমস্যাগুলো মেটানোর জন্য ভোট দিতে বলি, তখন তারা বলে মোদির জন্য ভোট দাও। আর আমি প্রধানমন্ত্রীকে ট্যাগ করলাম যখন, সেই মানুষগুলোই বলল এটা তাঁর দায়িত্ব নয়, নির্বাচনকেন্দ্রে যাও।"

এই পোস্টের সঙ্গে অনুরাগ তাঁর FIR করার খবরটাও জানালেন। ধন্যবাদ জানালেন মুম্বই পুলিশকে, যাঁরা সব রকমের সাহায্য করেছেন পরিচালককে। মুম্বইয়ের আমোলি পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

অনুরাগ কাশ্যপ তাঁর রাজনৈতিক মতামতের কারণে এই ধরনের ঘৃণ্য হুমকি পেয়েছেন। তবে অভিনেত্রী ও গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তী একজন বিজেপি সমর্থক হওয়া সত্ত্বেও তাঁকে এই ধরনের হুমকি পেতে হচ্ছে বলে সোশাল মিডিয়াতে জানান সুচিত্রা। আর তিনি অনুরাগকে এই প্রশ্নও করেন যে, কেন তিনি পুলিশের কাছে না গিয়ে প্রধানমন্ত্রীকে এই ব্যাপারের মধ্যে জড়াচ্ছেন।

সুচিত্রার এই প্রশ্নের উত্তর দিয়েছেন অনুরাগ। তিনি বলেছেন যে, "মোদি যদি একবার বলেন তিনি এইধরনের হিংসাত্মক রাজনীতিকে সমর্থন করেন না, তাহলে এই মানুষগুলো চুপ হয়ে যাবে।"

তবে অনুরাগ পুলিশের কাছে যাওয়ায় তাঁকে বাহবা দিয়েছেন সুচিত্রা। তবে পুরো ব্যাপারটিই খুব নিন্দনীয়, মনে করছেন প্রত্যেকে।

Last Updated : May 27, 2019, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details