পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বনি কাপুরের বিরুদ্ধে করা FIR খারিজের আদেশ

রাজস্থান হাইকোর্ট থেকে বনি কাপুরের বিরুদ্ধে করা FIR খারিজের আদেশ। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

Rajasthan High Court

By

Published : Sep 20, 2019, 7:45 PM IST

জয়পুর : জুন মাসে প্রবীণ শ্যাম শেট্টি নামে এক ব্যক্তি তিনজনের বিরুদ্ধে FIR করেন। তার মধ্যে একজন ছিলেন বনি কাপুর আর অন্য দু'জন ছিলেন মুস্তাফা রাজ এবং সিগনেচার ক্রিকেট লিগের ডিরেক্টর পবন জঙ্গিদ। FIR-এর তালিকা থেকে বনির নাম খারিজ করার আদেশ দিল রাজস্থান হাইকোর্ট।

অভিযোগ ছিল যে, সেলেব্রিটি ক্রিকেট লিগ অ্যারেঞ্জ করার নাম করে প্রায় 2.5 কোটি টাকার ইনভেস্টমেন্ট করানো হয়েছিল প্রবীণকে দিয়ে। কিন্তু, সেই লিগ কখনও অর্গানাইজ় করা হয়নি। প্রবীণের সঙ্গে তাঁর বন্ধুও টাকা ইনভেস্ট করেছিলেন এই প্রোজেক্টে, অভিযোগ এমনই।

বনি কাপুরের লিগাল টিম এটা নিশ্চিত করে জানিয়েছে যে, বনি কাপুরের বিরুদ্ধে করা FIR খারিজ হলেও অন্য দুই অভিযুক্ত এখনও মুক্তি পাননি। কোর্টের থেকে অর্ডার কপি এখনও আসেনি, তবে বিচার শোনানো হয়েছে কোর্টের তরফে।

বনি কাপুর জানিয়েছিলেন যে মুস্তাফাকে জানার সুবাদে তিনি একটি প্রেস কনফারেন্সে যোগ দিয়েছিলেন। কিন্তু, কারো থেকে তিনি কোনও টাকা নেননি।

ABOUT THE AUTHOR

...view details