পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 11, 2019, 3:13 PM IST

ETV Bharat / sitara

ধর্ষণ সমস্যা রুখতে রাজনীতিবিদদের সদিচ্ছার প্রয়োজন, বললেন রবিনা

দেশজুড়ে প্রতিদিন কোনও না কোনও ধর্ষণের খবর সামনে উঠে আসছে। আর এমন অনেক ঘটনা ঘটছে যা আমাদের সামনে উঠে আসছে না। স্ট্যাটিসটিক্স বলছে, ভারতবর্ষে প্রতি 20 মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে। এই করুণ অবস্থা নিয়ে সরব হলেন রবিনা ট্যান্ডন।

Raveen Tandon on rape incidents
Raveen Tandon on rape incidents

ইন্দোর : তেলাঙ্গানা, উত্তরপ্রদেশের সহ দেশের বিভিন্ন শহরে মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই এই বিষয়ে নিজেদের ভয় ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। রবিনাও জানালেন তাঁর প্রতিক্রিয়ার কথা।

তিনি বললেন, "আমি অনেক দিন থেকেই এই বিষয়ে কথা বলে আসছি। আমার টুইটার ও ইনস্টাগ্রামেও তার প্রমাণ পাওয়া যাবে। আমার মনে হয় রাজনীতিবিদদের সদিচ্ছা ও ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে।"

রবিনা আরও বলেন, "2012 সালে নির্ভয়া কাণ্ডের পর থেকে এই নিয়ে কথা বলছি আমি। আমি একটি ছবিও বানিয়েছি 'মাতর' নামে, যার বিষয়বস্ত এমনই।"

শুনে নিন রবিনার বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

2017 সালে 'মাতর'-এর পর রবিনাকে আর কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তাঁকে এখন বেশিরভাগ সময় টেলিভিশনের রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে দেখা যায়।

ABOUT THE AUTHOR

...view details