মুম্বই : স্পষ্টবক্তা হিসেবে পরিচিতি আছে ফারাহ খানের । এবারও তার ব্যতিক্রম হল না । মানুষের জীবন যেখানে বিপন্ন, সেখানে ওয়ার্কআউটের ভিডিয়ো পোস্ট করার কী মানে ? সেলেব্রিটিদের প্রশ্ন করলেন ফারাহ । এরকম ক্রাইসিসের সময়ে এই জাতীয় ভিডিয়ো পোস্ট করা বন্ধ করার আর্জি কোরিওগ্রাফারের ।
ফারাহ বললেন, "সমস্ত সেলেব্রিটি ও তারকাদের কাছে আমার অনুরোধ, দয়া করে নিজেদের ওয়ার্কআউট ভিডিয়ো পোস্ট করা বন্ধ করুন । আমি বুঝতে পারছি, এই বিশ্বব্যাপী অতিমারীতে আপনাদের কোনও সমস্যা নেই, ফিগার মেন্টেন করাই আপনাদের একমাত্র চিন্তার বিষয় । কিন্তু, বেশিরভাগ মানুষের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে ।"