মুম্বই : কখনও স্কুলে যাওয়ার আগে । আবার কখনও স্কুল থেকে ফিরে । বাদ যেত না ছুটির দিনগুলোও । সময় পেলেই ছবি আঁকত ফারাহ খানের 12 বছরের মেয়ে আন্যা । কারণ একটাই ছবিগুলি বিক্রি করে সেই টাকা দিয়ে বস্তিবাসীদের সাহায্য ও অনাহারে থাকা রাস্তার পশুদের মুখে খাবার তুলে দেওয়া । মেয়ের এই ভাবনায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন ফারাহ । আন্যার সেই ছবি পৌঁছয় নিলামে । আর সেগুলি বিক্রি করে পাওয়া যায় 1 লাখ । সেই টাকা অসহায় মানুষদের সাহায্যের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ফারাহ ।
লকডাউন জারির পরই রাস্তার পশুদের নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল আন্যা । তাদের কষ্ট তাড়া করত তাকে । পাশাপাশি বস্তিবাসীদের জন্যও চিন্তা করত সে । রোজই ভাবত যে এদের জন্য কী করা যায় ? যার মাধ্যমে তাদের একটু সাহায্য করা যাবে । তারপরই তার মাথায় আসে ছবি বিক্রি করার পরিকল্পনা । সেই মতো প্রতিদিন নিয়ম করে ছবি আঁকা শুরু করে সে । মেয়ের এই ভাবনা দেখে অবাক হয়ে যান ফারাহ ।
এরপর মেয়ের আঁকা একটি ছবিটি শেয়ার করে ফারাহ লেখেন, "আমার মেয়ে আন্য়া ঠিক করেছে যে, ও ওর একটি পোষ্যের ছবি আঁকবে আর সেটা 1000 টাকায় বিক্রি করবে । উপার্জনের পুরো টাকাটা রাস্তার পশু ও অসহায় মানুষদের খাওয়ানোয় জন্য খরচ করবে ।"