দিল্লি : দিল্লির অমর জওয়ান জ্যোতিতে দেশের শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা ইমরান হাসমি ।
এক বছর আগে BSF জওয়ানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে মনে করেন ইমরান । বলেন, "আমাদের দেশের আইকনিক ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটা এই জায়গা । সত্যি বলতে আমি কখনও এখানে আসিনি । এই জায়গার খুব কাছাকাছি আমি শুটিং করে গেছি । কিন্তু এখানে এসে যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, সেই সমস্ত সাহসী জওয়ানদের স্মরণ করার অনুভূতি বলে বোঝানোর নয় ।"
তিনি আরও বলেন, "আমি গত বছর BSF-র হেডকোয়ার্টারে গিয়েছিলাম । সেখানে সীমান্তে এই সমস্ত সাহসী পুরুষ ও মহিলা জওয়ানদের দেখে আমি আপ্লুত । বহু মহিলা জওয়ান সীমান্তে পোস্টিংয়ে থাকেন, যা দেখে আমি গর্ব বোধ করি ।"
ইমরানের সঙ্গে অমর জওয়ান জ্যোতিতে গিয়েছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপলা, কীর্তি কুলহারি ও ভিনীত কুমার । পরিচালক রিভু দাশগুপ্তও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন । রিভুর পরিচালনায় পরবর্তী ওয়েব সিরিজ় 'বার্ড অফ ব্লাড'-এ দেখা যাবে এই অভিনেতাদের ।