মুম্বই : কৃতি স্যাননকে ডাইনোসর মনে করেন একতা কাপুর । শুধু কৃতিকে নয়, তিনি নিজেকেও এই বিলুপ্ত প্রজাতির প্রাণী বলেই মনে করেন । কিন্তু কেন এই অদ্ভুত ধারণা ?
কৃতি একটি স্বরচিত কবিতা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে । সেই কবিতায় তিনি নিজেকে একটু পুরোনোপন্থী হিসেবে বিশ্লেষণ করেছেন । যিনি প্রকৃত প্রেমে বিশ্বাস করেন, যিনি পুরোনো গান ভালোবাসেন, যাঁর কাছে একটু হাত ধরা, একটা অপ্রত্যাশিত মেসেজও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ।