মুম্বই : আয়ুষ্মান খুরানা পরদায় থাকাটাই একটা ভিশুয়াল ট্রিট। আর তার উপরে তাঁকে যদি সীতার বেশে দেখা যায়? হ্যাঁ আয়ুষ্মানের পরবর্তী ছবি 'ড্রিম গার্ল'-এ তাঁকে এই অবতারে দেখা যাবে। শুধু তাই নয়, ছবির একটা বড় অংশে অভিনেতাকে নারীকণ্ঠে কথা বলতে শোনা যাবে। ফোনের অন্তরালে থেকে এক পুরুষই একাধিক পুরুষের 'ড্রিম গার্ল' হয়ে উঠবেন।
চেনেন এই আয়ুষ্মানকে?
মুক্তি পেল আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবি 'ড্রিম গার্ল'-এর ট্রেলার।
ড্রিম গার্ল
প্রতিটা ছবিতেই নিজেকে একেবারে ভেঙেচুরে দিচ্ছেন আয়ুষ্মান। 'আর্টিকল ১৫'-এ কয়েকমাস আগেই তাঁকে দেখেছেন দর্শক। সেখানে তিনি এক চূড়ান্ত সিরিয়াস চরিত্রে। সেই ছবিতে আয়ুষ্মানের অসাধারণ অভিনয় দেখার পর 'ড্রিম গার্ল'-এ তাঁকে দেখে চমকে উঠতেই হয়।
দেখে নিন ছবির ট্রেলার...