পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সামনে এল 'দুসরা- ভারতের অন্য স্বাধীনতার গল্প'-র ট্রেলার - sourav ganguly

রিলিজ় হল স্পোর্টস ড্রামা 'দুসরা- ভারতের অন্য স্বাধীনতার গল্প'-র পোস্টার ও ট্রেলার । পরিচালক অভিনয় দেও জানালেন, ছবিটি তাঁর কাছে খুবই স্পেশাল ।

দুসরা- ভারতের অন্য স্বাধীনতার গল্প

By

Published : Jun 29, 2019, 7:51 PM IST

মুম্বই : 13 জুলাই 2002 । ন্যাটওয়েস্ট সিরিজ় জিতেছে টিম ইন্ডিয়া । তখন ক্যাপটেন সৌরভ গাঙ্গুলি । দেশের যুব সম্প্রদায়কে ঠিক কতটা প্রভাবিত করেছিলেন এই ক্রিকেট ক্যাপটেন ? তা নিয়েই তৈরি 'দুসরা' ।

অভিনয় বৃহস্পতিবার টুইটে লেখেন, "ছবিটি আমার কাছে খুব স্পেশাল । একটি মেয়ের চোখ দিয়ে 2002-র জয়কে দেখানো হয়েছে ।"

ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে একটি ক্রিকেট স্টেডিয়াম । ম্যাচ চলছে । প্রথম 30 সেকেন্ডে দেখানো হচ্ছে ম্যাচটি জিতে যাচ্ছে টিম ইন্ডিয়া । শুধু ক্রিকেট প্রেমী নয়, তার বাইরেও মানুষকে প্রভাবিত করেছিল এই একটি মুহূর্ত ।

এছাড়াও ট্রেলারে দেখা যাচ্ছে, কয়েকজন ক্রিকেট সাংবাদিক, রাজনীতিবিদ শশী থারুর, ক্রিকেটার নাসির হোসেন ভারতের এই জয় নিয়ে কথা বলছেন । একটি মেয়ের চোখ দিয়ে পুরো গল্পটা দেখানো হয়েছে । সে স্বাধীনতার জন্য একটি আলাদা পথ বেছে নিয়েছেন । পুরুষ শাসিত সমাজে সব বাধ্যবাধকতা কাটিয়ে মেয়েটির এগিয়ে চলাকেই ছবিতে স্পটলাইটে রাখা হয়েছে ।

ট্রেলারে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সৌরভ গাঙ্গুলির একটি কথোপকথনকেও তুলে ধরা হয়েছে । প্লবিতা বর্থাকুর ও অঙ্কুর বিকালকে মুখ্য চরিত্রে দেখা যাবে । ট্রেলারটিতে শেষের সময় দেখানো হয়েছে, "1947-এ আমাদের রাজনৈতিক স্বাধীনতা এসেছিল । 1991-এ আমাদের অর্থনৈতিক স্বাধীনতা এসেছিল । আর 2002-এ এসেছিল আমাদের ইমোশনার স্বাধীনতা- A freedom to fly" ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details