পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমার বিয়ে ভাঙার জন্য কেউ দায়ি নয় : দিয়া মির্জা - marriage

সমস্ত গুজবে ইতি টানলেন অভিনেত্রী দিয়া মির্জা । তাঁদের বিয়ে ভাঙার জন্য কণিকার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠ সম্পর্কের খবর ছড়িয়েছিল চারিদিকে । সেটাকে উড়িয়ে দিয়ে দিয়া জানালেন, তাঁদের বিয়ে ভাঙার জন্য কেউ দায়ি নয় ।

দিয়া মির্জা

By

Published : Aug 2, 2019, 10:42 PM IST

মুম্বই : সাহিল সাঙ্ঘার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী দিয়া মির্জা । তারপর থেকেই নানারকমের চর্চা শুরু হয়ে গেছে । শোনা যাচ্ছে, লেখিকা কণিকা ঢিল্লনের সঙ্গে সাহিলের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় বিয়ে ভেঙেছে দিয়া-সাহিলের । মিডিয়াকে তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান করার কথাও বলেন দিয়া মির্জা ।

দিয়া আজ টুইট করেন, "সাহিলের সঙ্গে আমার বিচ্ছেদ নিয়ে মিডিয়ার একটি নির্দিষ্ট অংশ যে খবর ছড়িয়েছে তা স্পস্ট করার জন্য এই পোস্ট । এরকম দায়িত্বহীন কাজ দেখাটা দুর্ভাগ্যজনক । এর চেয়েও দুর্ভাগ্যজনক হল মিডিয়া আমাদের সহকর্মীদের নামের অপব্য়বহার করছেন । একজন মেয়ে হয়ে আমি মিথ্যাকে লুকিয়ে অন্য মেয়ের নাম আনতে পারি না ।"

রিপোর্ট অনুযায়ী, কয়েকদিন আগেই প্রকাশ কোভেলামুদীর প্রাক্তন স্ত্রী কণিকাকে দিয়া-সাহিলের বিবাহবিচ্ছেদের জন্য দায়ি করা হয়েছিল ।

কণিকা IANS-কে বলেন, "দু'টো আলাদা ঘটনাকে একসঙ্গে জোড়া হচ্ছে । এটা খুবই খারাপ । আমি আমার পুরো জীবনে একবারও দিয়া ও সাহিলের সঙ্গে দেখা করিনি । এটি একটি ভিত্তিহীন খবর ।"

দিয়া এসব গুজবের জন্য কণিকার কাছে ক্ষমাও চান ।

11 বছর ধরে একে অপরকে চেনেন দিয়া-সাহিল । তাঁরা 2014-তে বিয়ে করেন । পাঁচ বছর একসঙ্গে থাকার পর মিউচুয়ালি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details