মুম্বই : প্রয়াত দিলীপ কুমারের ছোটো ভাই আসলাম খান । বয়স হয়েছিল 88 বছর । আজ সকালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
শ্বাসকষ্ট হওয়ায় 15 অগাস্ট রাতে লীলাবতী হাসপাতালে ভরতি করা হয় দিলীপের দুই ভাই 90 বছর বয়সি এহসান ও 88 বছরের আসলামকে । সেখানে তাঁদের কোরোনা পরীক্ষা করা হয় । রিপোর্ট পজ়িটিভ আসে । যদিও দিলীপের সঙ্গে তাঁরা একই বাড়িতে থাকতেন না বলে জানা গিয়েছে । ডাঃ জালিল পারকারের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছিল । শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় ভেন্টিলেশনে ছিলেন তাঁরা । এরপর আজ সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন আসলাম ।