পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সেরা অফস্ক্রিন হিরো", কাকে এই তকমা দিলেন দীপিকা ?

তিনি দীপিকার কাছে "সেরা অফস্ক্রিন হিরো" । কে হতে পারেন আন্দাজ করতে পারছেন ?

Deppika padukone on father prakash
Deppika padukone on father prakash

By

Published : Jun 10, 2020, 1:10 PM IST

মুম্বই : বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে দীপিকার বন্ডিং নতুন করে ভূমিকার অবকাশ রাখে না । তিনি সবসময়েই 'ড্যাডি'স গার্ল' । বাবার 65-তম জন্মদিনে তাঁকে "সেরা অফস্ক্রিন হিরো"-র তকমা দিলেন দীপিকা ।

বাবার সঙ্গে একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, "আমার দেখা সেরা অফস্ক্রিন হিরো ।" যুবক প্রকাশের কোলে বসা খুদে দীপিকা মন কেড়ে নিয়েছে নেটিজেনদের ।

অভিনেত্রী আরও লিখেছেন, "তুমি আমাদের দেখিয়েছ যে, কার্যক্ষেত্রে সফলতা অর্জন করেই কেউ চ্যাম্পিয়ন হয় না, তাঁকে ভালো মানুষও হতে হয় । এমন শিক্ষা দেওয়ার জন্য ধন্য়বাদ । শুভ 65 তম জন্মদিন বাবা । আমরা তোমায় ভালোবাসি ।"

দেখে নিন দীপিকার পোস্ট..

ক্যারিয়ারের শুরুটা বাবার মতো খেলোয়াড় হিসেবেই করেছিলেন দীপিকা । তবে মন পড়েছিল অন্য জায়গায় । নিজের প্যাশনকে ফলো করে কত দূর যাওয়া যায়, আজ তার প্রকৃষ্ট উদাহরণ দীপিকা ।

ABOUT THE AUTHOR

...view details