পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এয়ারপোর্টে পরিচয়পত্র দেখতে চাইলেন নিরাপত্তারক্ষী, কী প্রতিক্রিয়া দীপিকার?

বলিউডে মুখ দেখাতে পারলে অনেকেই হাওয়ায় উড়তে থাকেন। আর অনেকে আছেন, যাঁরা চূড়ান্ত সফল হয়ে যাওয়ার পরও মাটিতে পা দিয়ে চলেন। দীপিকা পাড়ুকোন তাঁদের মধ্যে অন্যতম। তবে তাঁর এই ইমেজ আজ একটুর জন্য হলেও প্রশ্নের মুখে পড়ল।

দীপিকা পাড়ুকোন

By

Published : Jun 22, 2019, 5:20 PM IST

মুম্বই : এয়ারপোর্টের দরজা খুলে গেল আর সেখান দিয়ে ঢুকে গেলেন দীপিকা পাড়ুকোন। তবে একটু এগিয়েই থমকে দাঁড়ালেন তিনি। কারণ পরিচয়পত্র দেখতে পিছু ডেকেছেন এক নিরাপত্তারক্ষী। এই পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া দীপিকার?

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে দীপিকা শান্তভাবে জিজ্ঞাসা করলেন "পরিচয়পত্র চাই?" বলতে বলতেই ব্যাগ থেকে বের করে দেখিয়ে দিলেন নিজের ID কার্ড। দীপিকার এই জেশ্চার সোশাল মিডিয়ায় যেমন প্রশংসিত হয়েছে, তেমন সমালোচিতও হয়েছে।

কেউ লিখেছেন, "ID দেখানোর জন্য উনি প্রস্তুত দেখে আমার ভালো লাগল।" আবার অন্য একজন লিখেছেন, "উনি একজন VVIP হতে পারেন, ভগবান হতে পারেন বা রানিও হতে পারেন। তবে নিয়ম প্রতিটা মানুষের জন্যই সমান। জিজ্ঞাসা করার আগেই ওঁর পরিচয়পত্র দেখানো উচিত ছিল।"

দেখে নিন সেই ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details