মুম্বই : এয়ারপোর্টের দরজা খুলে গেল আর সেখান দিয়ে ঢুকে গেলেন দীপিকা পাড়ুকোন। তবে একটু এগিয়েই থমকে দাঁড়ালেন তিনি। কারণ পরিচয়পত্র দেখতে পিছু ডেকেছেন এক নিরাপত্তারক্ষী। এই পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া দীপিকার?
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে দীপিকা শান্তভাবে জিজ্ঞাসা করলেন "পরিচয়পত্র চাই?" বলতে বলতেই ব্যাগ থেকে বের করে দেখিয়ে দিলেন নিজের ID কার্ড। দীপিকার এই জেশ্চার সোশাল মিডিয়ায় যেমন প্রশংসিত হয়েছে, তেমন সমালোচিতও হয়েছে।