পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রণবীরের স্ত্রীয়ের ভূমিকায় দীপিকা, পারিশ্রমিক শুনলে চমকে যাবেন

'৮৩'-ছবিতে কপিল দেবের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য দীপিকা একটি বিশাল অঙ্কের টাকা দাবি করেছেন।

দীপিকা পাড়ুকোন

By

Published : Jun 14, 2019, 6:54 PM IST

মুম্বই : বিয়ের পর এই প্রথম একসঙ্গে কাজ দীপিকা-রণবীরের। তাও আবার স্বামী-স্ত্রীয়ের ভূমিকায়। কপিল দেবের বায়োপিকে তাঁর স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে রয়েছেন দীপিকা। এক সংবাদমাধ্য়ম সূত্রে খবর যে, এই ছোট্ট চরিত্রটা করতে ১৪ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন দীপিকা।

প্রযোজনা সংস্থার এক ঘনিষ্ঠের মতে, "দীপিকা একটা দো-টানার মধ্যে ছিলেন চরিত্রটা করার আগে। কারণ এটি মূল চরিত্র নয়।" তাও তিনি রাজি হয়েছেন, হয়তো কিছুটা রণবীর সিংয়ের কারণেই।

লন্ডনে ইতিমধ্যেই '৮৩'-এর শুটিং শুরু করে দিয়েছেন দীপিকা। ২০২০ সালের ১০ এপ্রিল হিন্দি-তামিল-তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।

ABOUT THE AUTHOR

...view details