পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুখে প্লাস্টিক বেঁধে কোয়ারেন্টাইনে থাকার অভিজ্ঞতা শেয়ার শেফালির

কোয়ারেন্টাইনে থাকার ফলে দম বন্ধ হয়ে আসছে শেফালির । কিন্তু, তা সত্ত্বেও কিছুই করার নেই তাঁর । নিজের ও প্রিয়জনের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এখন বাড়িতেই রয়েছেন তিনি । নিজের অভিজ্ঞতার কথা মুখে প্লাস্টিক বেঁধে শেয়ার করেন ।

ংমন
ংমন

By

Published : Mar 26, 2020, 12:55 PM IST

মুম্বই : কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে বিশ্বের প্রায় সব জায়গাতেই । এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে দেশবাসীকে ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । আর সেই কারণেই আম জনতার পাশাপাশি এখন গৃহবন্দী তারকারাও । সারাক্ষণ বাড়িতে থাকার ফলে দম বন্ধ হয়ে আসছে অনেকেরই । কিন্তু, নিজের ও প্রিয়জনদের স্বাস্থ্যর কথা মাথায় রেখে শত খারাপ লাগা সত্ত্বেও বাড়িতেই থাকছেন তাঁরা । সম্প্রতি মুখে প্লাস্টিক বেঁধে সেই কথাই ফ্যানদের বোঝান অভিনেত্রী শেফালি শাহ ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন শেফালি । যেখানে মুখে প্লাস্টিক বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায় তাঁকে । কোয়ারেন্টাইনে থাকার ফলে কার্যত এইরকম অবস্থাই হয়েছে তাঁর । দম বন্ধ হয়ে আসছে । আর সেটাই ফ্যানদের কাছে তুলে ধরেন তিনি । তবে বাড়িতে থাকার ফলে দম বন্ধ হয়ে এলেও এই মুহূর্তে কিছুই করার নেই । কারণ হিসেবে তিনি বলেন, "কোয়ারেন্টাইনে থাকার ফলে এখন আমার দম বন্ধ হয়ে আসছে । আর COVID-19 আক্রমণ করার পর আপনার ফুসফুসও এইরকম অনুভব করবে । তাই আমাদের কাছে আলাদা কোনও রাস্তা নেই । এটাকেই এখন মেনে নিতে হবে । বাড়িতেই থাকুন । পরিবার, বন্ধু ও নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়িতে থাকুন । কারণ একবার যদি কারও মধ্যে দেখা যায় তাহলেই সেটা আগুনের মতো ছড়িয়ে পড়তে শুরু করবে । ভাইরাস একবার ছড়িয়ে পড়লে কেউ ঠিকভাবে শ্বাসই নিতে পারবে না ।" ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "ভুলেও কেউ এটা চেষ্টা করবেন না ।"

কিছুদিন আগে আরও একটি ছবি শেয়ার করেছিলেন শেফালি । সেখানে মাস্কের মধ্যে ছোটো একটি ফুটো করেছিলেন তিনি । সেখান দিয়ে স্ট্র ঢুকিয়ে ফলের রস খেতে দেখা যায় তাঁকে ।

কোরোনার থাবায় আতঙ্কিত এখন সবাই । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাটা । আর এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সবার বাড়িতে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ । সেটাই বিভিন্নভাবে বুঝিয়ে চলেছেন তারকারা ।

ABOUT THE AUTHOR

...view details