পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ছপক' জন্ম দিল নতুন দীপিকার

মুক্তি পেল দীপিকা পাড়ুকোন অভিনীত 'ছপক'-এর ট্রেলার।

Chhapak trailer
Chhapak trailer

By

Published : Dec 10, 2019, 1:19 PM IST

Updated : Dec 10, 2019, 1:25 PM IST

মুম্বই : মেঘনা গুলজ়ার একের পর এক ভিন্ন ধারার ছবি তৈরি করে তাক লাগাচ্ছেন দর্শককে। আর দীপিকাও কম যান না। গ্ল্যামার, গ্রেজ় ও ট্র্যাডিশন ছেড়ে একেবারে ডিগ্ল্যামারাজ়ইড অবতারে তাঁকে দেখা গেল 'ছপক'-এর ট্রেলারে।

অ্যাসিডাক্রান্তের জীবন নিয়ে তৈরি 'ছপক'। ফলে স্বাভাবিকভাবেই খুব জোর দেওয়া হয়েছে দীপিকার মেকআপে। প্রথমবারে চেনাই যাবে না তাঁকে। অ্যাসিডে জ্বলে যাওয়া ভয়ানক চেহারা তাঁর। আর এখানেই পরিচালকের স্বার্থকতা।

অনবদ্য দীপিকা

ট্রেলার প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় এক লক্ষ ভিউজ় পেরিয়ে গেছে। দীপিকার অভিনয় ও মেঘনার পরিচালনা...দর্শকের তর না সওয়ারই কথা।

দীপিকার বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে। ছবির মুক্তি 2020 সালের 10 জানুয়ারি।

দেখে নিন ট্রেলার...

Last Updated : Dec 10, 2019, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details