পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুর খবরে হতবাক বলিউড

আত্মঘাতী সুশান্ত সিংহ রাজপুত । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের তারকারা ।

sdf
asdf

By

Published : Jun 14, 2020, 3:48 PM IST

Updated : Jun 15, 2020, 6:15 AM IST

মুম্বই : আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত । বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের । আজ সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা ।

অনুরাগ কাশ্যপ : এটা সত্যি কথা নয়...।

গওহর খান : কী হচ্ছে এসব । খুব খারাপ লাগছে ।

রীতেশ দেশমুখ : হতবাক হয়ে গেলাম !!! সুশান্ত সিং রাজপুত আর নেই...।

অশোক পণ্ডিত : আরও একটা খারাপ খবর । সুশান্ত সিং রাজপুত আর নেই । চলচ্চিত্র জগতের একটা বড় ক্ষতি হয়ে গেল ।

সঞ্জয় দত্ত : খরবটা শুনে অবাক হয়ে গিয়েছি ।

বিবেক ওবেরয় : শুনে খুব খারাপ লাগছে । আমরা সবাই তোমাকে খুব মিস করব ।

দিব্যা খোশলা কুমার : ভাষা হারিয়ে ফেলেছি...।

উর্মিলা মাতোন্ডকর : খবরটা শুনে খুব খারাপ লাগছে ।

অক্ষয় কুমার : খবরটা শুনে হতবাক আর ভাষা হারিয়ে ফেলেছি ।

অজয় দেবগন : সুশান্তের আত্মার শান্তি কামনা করি ।

Last Updated : Jun 15, 2020, 6:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details