মুম্বই : আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত । বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের । আজ সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা ।
অনুরাগ কাশ্যপ : এটা সত্যি কথা নয়...।
গওহর খান : কী হচ্ছে এসব । খুব খারাপ লাগছে ।
রীতেশ দেশমুখ : হতবাক হয়ে গেলাম !!! সুশান্ত সিং রাজপুত আর নেই...।
অশোক পণ্ডিত : আরও একটা খারাপ খবর । সুশান্ত সিং রাজপুত আর নেই । চলচ্চিত্র জগতের একটা বড় ক্ষতি হয়ে গেল ।