মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । তাঁর মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন মহলে উঠছে একাধিক প্রশ্ন । কেউ দাবি করেছেন, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় জীবিত ছিলেন তিনি । আবার কেউ অ্যাম্বুলেন্সে তোলার সময় তাঁর হাতের আঙুল নড়তেও নাকি দেখেছিলেন । এদিকে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় উল্লেখ না থাকাটা সেই জল্পনাগুলিকেই আরও খানিকটা উসকে দিয়েছে । আর এনিয়েই চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করতে গতকাল মুম্বইয়ের কুপার হাসপাতালে যায় CBI ।
14 জুন মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সুশান্তের দেহ নিয়ে যাওয়া হয়েছিল কুপার হাসপাতালে । 15 জুন সেখানে তাঁর ময়নাতদন্ত করা হয় । সেই রিপোর্ট অনুযায়ী পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন অভিনেতা । কিন্তু, রিপোর্টে মৃত্যুর সময়ের উল্লেখ কেন করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । আর যদি চিকিৎসকদের ভুল হয়ে থাকেও তবে মহারাষ্ট্র পুলিশ কেন অন্য চিকিৎসকের মতামত নিল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুশান্তের ঘনিষ্ঠরা ।
আরও পড়ুন : সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে নেই মৃত্যুর সময়ের উল্লেখ !
এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই গতকাল কুপার হাসপাতালে যান CBI-এর ফরেনসিক বিশেষজ্ঞরা । এর আগে শনিবার যে পাঁচ চিকিৎসক সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় । জিজ্ঞাসাবাদের সময়ই চিকিৎসকরা জানান, ময়নাতদন্তের 10 থেকে 12 ঘণ্টা আগে মৃত্যু হয় সুশান্তের । যদিও এই বিষয়টি খতিয়ে দেখার জন্য AIIMS-এর চার সদস্যের একটি দল গঠন করা হয়েছে । তারাই ময়নাতদন্তের রিপোর্ট, ভিসেরা রিপোর্ট খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে ।