পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাড়ির পরিচারক কোরোনা আক্রান্ত, কেমন আছে বনির পরিবার ? - বনি কাপুরের খবর

বনি কাপুরের বাড়ির পরিচারক চরণ সাহু কোরোনায় আক্রান্ত । বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর তাঁকে কোভিড 19-এর টেস্ট করানো হয় এবং সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

Bonwy Kapoor and janhvi kapoor house help tests positive
Bonwy Kapoor and janhvi kapoor house help tests positive

By

Published : May 19, 2020, 7:19 PM IST

মুম্বই : বনি কাপুরের বাড়ির পরিচারক চরণ সাহু কোরোনা আক্রান্ত । বনির পরিবারের সঙ্গেই থাকতেন চরণ । তাই পরিবারের বাকি সদস্যদের স্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠতে থাকে । কেমন আছেন বনি কাপুর, জাহ্নবী কাপুর ও খুশি কাপুর ?

বনি নিজেই এক বিবৃতির মাধ্য়মে জানিয়েছেন তাঁদের অবস্থা । জানিয়েছেন, "আমি, আমার বাচ্চারা ও বাড়ির অন্যান্য কর্মীরা একদম সুস্থ আছি । আমাদের মধ্যে কোনও লক্ষণ দেখা যায়নি । লকডাউন শুরু হওয়ার পর আমরা একদিনও বাড়ি থেকে বেরোইনি ।"

মুম্বই সরকারকে ধন্যবাদ জানিয়ে বনি লিখেছেন, "আমরা মহারাষ্ট্র সরকার ও BMC-র কাছে কৃতজ্ঞ । BMC ও তাঁদের মেডিকেল টিম আমাদের যেসব নিয়ম মানতে বলেছে, আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করে চলব । আশা করি চরণ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর বাড়ি ফিরে আসবে ।"

বনি কাপুরের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের 'গ্রিন একর্স'-এর বাড়িতেই থাকতেন 23 বছরের চরণ । শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পরেন তিনি । তা দেখেই চরণকে কোভিড 19 টেস্ট করতে পাঠান বনি ।

আপাতত BMC-র কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন চরণ ।

ABOUT THE AUTHOR

...view details