পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড -

৬৭ বছর বয়সে দিল্লির AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ সুষমা স্বরাজ। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। সোশাল মিডিয়া ভাসল শোকবার্তায়।

সুষমা স্বরাজ

By

Published : Aug 7, 2019, 8:02 AM IST

মুম্বই : তাঁর শেষ টুইটে সুষমা লিখেছিলেন, "সারা জীবন ধরে এই দিনটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী।" জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আনন্দ এভাবেই ব্যক্ত করেছিলেন দেশের সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মিনিস্টার সুষমা। তখন আর কে জানত যে, জীবনটা এভাবেই থেমে যাবে এখানে?

৬ অগাস্ট রাত 9.30টা নাগাদ সুষমাকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জরুরী বিভাগে ভরতি করা হয়। কিছুক্ষণের মধ্যে তাঁকে মৃত ঘোষণা করেন হাসপাতালের ডাক্তাররা। তাঁর মৃত্যুতে সোশাল মিডিয়ায় একের পর এক বলিউড তারকা শোকপ্রকাশ করেছেন।

সোশাল মিডিয়ায় লাইভ এসেছিলেন অনুপম খের। তিনি এখন নিউ ইয়র্কে। সেখান থেকে জানালেন, "আমি খুব খুব শোকাহত সুষমা স্বরাজের মৃত্যুতে। তিনি আমার জানা অন্যতম সেরা মানুষ ছিলেন এবং অন্যতম ক্যারিশ্ম্যাটিক রাজনীতিবিদ ছিলেন।"

জাভেদ আখতার লিখেছেন, "সুষমাজীর মৃত্যুতে খুবই শোকাহত। সংগীত জগতের মানুষরা তাঁর কাছে চিরঋণী হয়ে থাকবে। কারণ সুষমাজী তাঁদের অধিকারের জন্য লোকসভায় লড়াই করেছিলেন।"

অন্যদিকে শাবানা আজ়মি লেখেন, "সুষমা স্বরাজের মৃত্যুতে দুঃখ পেয়েছি। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও আমাদের দু'জনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।"

লতা মঙ্গেশকরও এদিন চুপ থাকেননি। সোশাল মিডিয়ায় লিখেছেন, "সুষমা স্বরাজজীর আকস্মিক মৃত্যুতে আমি শকড ও দুঃখিত।"

বোমান ইরানি লিখেছেন, "প্রকৃতির রূপ ছিলেন উনি। চলে যাওয়ার পক্ষে খুবই কম বয়স। অসময়ের খবর শুনে শোকাহত।"

এরকম ভাবে অনেকেই নিজেদের শোকবার্তা দিয়েছেন সোশাল মিডিয়ায়। দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details