মুম্বই : তাঁর শেষ টুইটে সুষমা লিখেছিলেন, "সারা জীবন ধরে এই দিনটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী।" জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আনন্দ এভাবেই ব্যক্ত করেছিলেন দেশের সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মিনিস্টার সুষমা। তখন আর কে জানত যে, জীবনটা এভাবেই থেমে যাবে এখানে?
৬ অগাস্ট রাত 9.30টা নাগাদ সুষমাকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জরুরী বিভাগে ভরতি করা হয়। কিছুক্ষণের মধ্যে তাঁকে মৃত ঘোষণা করেন হাসপাতালের ডাক্তাররা। তাঁর মৃত্যুতে সোশাল মিডিয়ায় একের পর এক বলিউড তারকা শোকপ্রকাশ করেছেন।
সোশাল মিডিয়ায় লাইভ এসেছিলেন অনুপম খের। তিনি এখন নিউ ইয়র্কে। সেখান থেকে জানালেন, "আমি খুব খুব শোকাহত সুষমা স্বরাজের মৃত্যুতে। তিনি আমার জানা অন্যতম সেরা মানুষ ছিলেন এবং অন্যতম ক্যারিশ্ম্যাটিক রাজনীতিবিদ ছিলেন।"
জাভেদ আখতার লিখেছেন, "সুষমাজীর মৃত্যুতে খুবই শোকাহত। সংগীত জগতের মানুষরা তাঁর কাছে চিরঋণী হয়ে থাকবে। কারণ সুষমাজী তাঁদের অধিকারের জন্য লোকসভায় লড়াই করেছিলেন।"