মুম্বই : লোকসভার পর রাজ্যসভাতেও পাস হল তিন তালাক বিল । বিলের পক্ষে 99 টি ও বিপক্ষে 84 টি ভোট পড়ে । তিন তালাক নিয়ে বিতর্ক অনেক দিনের । চলে বিভিন্ন চর্চাও ।
রাজ্যসভা থেকে তিন তালাক বিল পাস হওয়ার পর কংগ্রেস নেতা রাজ বব্বর বলেন, "আমি মনে করি, এই দেশে কোনও পরিবারের আইনের জন্য এটি একটি ধাক্কা । সিভিল আইনকে ক্রিমিনাল আইন বানানো হয়েছে । এটি একটি ঐতিহাসিক ভুল ।"
রাজ বব্বরকে 1982 সালে 'নিকাহ' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল । এখানে এই ছবির কথা বলা হচ্ছে কারণ, 'নিকাহ'-তে তিন তালাকের ঘটনাকে তুলে ধরা হয়েছিল । প্রথমে ছবিটির নাম 'তালাক তালাক তালাক' থাকলেও পরে ইসলামিক মৌলবিদের আগ্রহের কারণে নাম বদলে 'নিকাহ' করা হয় ।
'নিকাহ'-র আগে 1973 সালেও তালাকের উপর একটি ছবি তৈরি করা হয় । নাম 'সওদাগর' । ছবিতে অমিতাভ বচ্চন, নুতন ও পদ্মা খান্নাকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ।
2017 সালে ন্যাশানাল অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত পরিচালক শিবাজী লটন পাটিল তিন তালাক নিয়ে 'হালাল' ছবিটি তৈরি করেন । আমাদের সমাজে মহিলারা যে পরীক্ষা ও দুর্দশাগুলি সহ্য করে তার উপর আলোকপাত করতে সাহায্য করেছিলেন চিন্ময় মান্দেলকর, প্রীতম কাগ্নে ও প্রিয়দর্শন যাদব । ছবিটি কান সহ বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছিল ।
পরিচালক আলিনা খান তিন তালাকের ইশু নিয়ে তৈরি করেন 'কোড ব্লু' । ছবিটি এবছর বার্লিন ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভালে দেখানো হয় । মুখ্য চরিত্রে রয়েছেন অলোক নাথ, ঋষি ভুটানি, সুস্মিতা মুখার্জি ও আলিনা । একজন নারীর লড়াই করার গল্প শোনায় ছবিটি । তবে সে লড়াই রাজনৈতিক, ধর্মীয় বা জাতপাতের নয় । সে লড়াই নিজের বেঁচে থাকার । সম্মানের সঙ্গে বেঁচে থাকার ।
প্রয়াত ছবি নির্মাতা ও অভিনেতা লেখ ট্যান্ডন 'ফির উসি মোড় পর'-এ তাঁর ফিল্মোগ্রাফি যুক্ত করেন । তাঁর মৃত্যুর পর ছবিটি এবছর আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পায় ।
বিগত কয়েক বছর ধরে তিন তালাক নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে সমালোচনা প্রবল । এই বিষয় নিয়ে একটি বড়ো বাজেটের ছবি এবছর তৈরির পরিকল্পনাও রয়েছে । সূত্র অনুযায়ী, 'নন্হে জয়সেলমের' ও 'হিরোজ়'-র পর পরিচালক সমীর কার্ণিক 'চার দিন কি চাঁদনি'-র পর অনেকদিন কোনও পরিচালনা করেননি । এবার তিনি এই বিষয়ে ছবি বানাচ্ছেন । ছবির নাম 'ন্যায়' । ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে ।
বাস্তবের তিন তালাকেরও সাক্ষী থেকেছে বলিউড । মীনা কুমরীকে এর সামনা করতে হয় ।