মুম্বই : মুম্বইয়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 । ধ্বংসস্তূপের নিচে এখনও 40 জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন উদ্ধারকারীরা । এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন বলিউড স্টাররাও ।
সোশাল মিডিয়ার মাধ্যমে তাঁরা আহতদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য ও মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন । অভিনেতা অর্জুন কাপুর টুইট করেন, "যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা.. আশা করি যারা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন তাঁদের সাবধানের সঙ্গে বের করে আনা হবে ।"